শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
দারুল উলুম মারকাযুত তাক্বওয়া মাদ্রাসার ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত কাশীপুরে শীতার্ত মানুষের মাঝে জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের শীতবস্ত্র বিতরণ তারেক জিয়ার নির্দেশে ফতুল্লা থানা তাঁতীদলের উদ্যোগে কম্বল বিতরণ ডাকাত মহিউদ্দিন কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী সাদপন্থিরা আস্তানা করার চেষ্টা করলে মাটিসহ উৎখাত করা হবে: আব্দুল আউয়াল না’গঞ্জ জেলার নদীগুলো থেকে অবৈধভাবে বালু উত্তোলন, পরিবেশ বিপর্যয়  সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের উদ্দ্যোগে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ  রূপগঞ্জ থানা জাতীয়তাবাদী প্রজন্ম দলের আহবায়ক কমিটি গঠন নগরীতে খাজা মইনুদ্দিন চিশতী এর ২২তম ওরশ মোবারক অনুষ্ঠিত যদি সবাই একত্রিত হয়ে কাজ করে তাহলে আমি বিশ্বাস করি সবকিছুই সম্ভব : ডিসি

জেবিক এর বিনিয়োগ চ্যালেঞ্জ করে নারায়ণগঞ্জ-এ প্রতিবাদ সভা 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১১ 🪪
ছয়টি পরিবেশবাদী  ও সামাজিক সংগঠন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি, CEED, Oil Change, Fossil Free Japan, CLEAN এবং BWGED এর একটি  কর্মজোট, সুশীল সমাজের গোষ্ঠী এবং ক্ষতিগ্রস্ত এলাকার সংশ্লিষ্ট নাগরিকদের সাথে আন্তর্জাতিক সহযোগিতার জন্য জীবাশ্ম জ্বালানীতে জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশেন (জেবিক) এর বিনিয়োগ চ্যালেঞ্জ করে নারায়ণগঞ্জ-এ এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
পরিবেশবাদী সংগঠন, কর্মী এবং সংশ্লিষ্ট নাগরিকদের এই জোট একটি প্রচারাভিযান করেছে, যার লক্ষ ছিলো জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন (JBIC) এর জীবাশ্ম জ্বালানী প্রকল্পের অর্থায়ন বন্ধ করার আহ্বান জানানো। জীবাশ্ম জ্বালানীতে JBIC-এর অব্যাহত বিনিয়োগ জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করার এবং টেকসই জ্বালানী রূপান্তরের বৈশ্বিক প্রচেষ্টার বিরোধিতা করে ৷
এই প্রচারাভিযান জোটের মতে, JBIC-এর প্রকল্পগুলির ফলে বিদ্যুতের মূল্য আরো বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। যা বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলির জীবনযাত্রার মানকে আরও নামিয়ে দেবে কারণ JBIC মেঘনাঘাটে ৭১৮ মেগা ওয়াট প্রাকৃতিক গ্যাস-চালিত বিদ্যুৎ কেন্দ্রের জন্য  ৬৪২ মিলিয়ন ইউএস ডলারে সহ-অর্থায়নে যোগদান করেছে।
প্রচারাভিযান অনুষ্ঠানে আলোচনা করতে যেয়ে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন দাবি করেছেন যে, গ্রিনহাউস গ্যাস নির্গমন বিষয়ে আন্তর্জাতিক ঐকমত্য ক্রমবর্ধমান হওয়া সত্ত্বেও জীবাশ্ম জ্বালানিতে জেবিক ক্রমাগত আর্থিক সহায়তা প্রদান করেছে। কয়লা-চালিত বিদ্যুৎ কেন্দ্র থেকে তেল ও গ্যাস অবকাঠামো পর্যন্ত, জীবাশ্ম জ্বালানি প্রকল্পে জেবিক-এর বিনিয়োগ বিশ্বজুড়ে পরিবেশের অবনতি, বায়ু দূষণ এবং সামাজিক অবিচারের ক্ষেত্রে সরাসরি অবদান রাখছে। জাপানের সর্ববৃহৎ সরকারি আর্থিক প্রতিষ্ঠান হিসেবে, জেবিক বৈশ্বিক বিনিয়োগের প্রবণতাকে প্রভাবিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
হাসান মেহেদী, চিফ এক্সিকিউটিভ, কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক (ক্লিন), বাংলাদেশ: “জাপানের এনার্জি ফাইন্যান্স অপ্রয়োজনীয় জীবাশ্ম জ্বালানি ব্যবস্থার প্রচারের মাধ্যমে বাংলাদেশকে ঋণের ফাঁদে নিয়ে যাচ্ছে। এলএনজি থেকে উৎপাদিত বিদ্যুতের দাম নিজস্ব জ্বালানি থেকে উৎপাদিত বিদ্যুতের চেয়ে দশগুণ বেশি, যা বাংলাদেশের জনগোষ্ঠীর জন্য অসাধ্য। এছাড়াও, জেবিকের  লক্ষ্য এলএনজিতে অর্থ বিনিয়োগ করা। এর ফলে বাংলাদেশে জেবিকের অপরিচ্ছন্ন জ্বালানিতে অর্থায়নের আগ্রহ প্রকাশ পাচ্ছে।”
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102