শুক্রবার (১৩ই আগষ্ট) বিকেলে নগরীতে মহানগর বিএনপির ব্যানারে মহানগর বিএনপির সদস্য সচিব এড,আবু আল ইউসুফ খান টিপু,ও খায়রুল কবির মুন্না সহ দলীয় নেতা-কর্মীদের উপর হত্যার চেষ্টায় হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন গত ১৭ বছর হামলাকারীরা কোথায় ছিলো, বিএনপির দুঃসময়ে এই মকুল- আশারা বিগত সরকারের সময় তারা সকল ধরনের সুযোগ সুবিধা ভোগ করে বিএনপি কে ক্ষতিগ্রস্হ করার জন্য ওসমানদের পক্ষে কাজ করেছে। বিগতদিনে আন্দোলন সংগ্রামে রাজপথে দেখা মেলেনি, তারা হলো সুযোগ সন্ধানি। পুর্বের ন্যায় আবারও ফিরতে চেষ্টা করছে নানা সরযন্ত্রের মাধ্যমে। আমরা তাদেরকে সাবধান করে দিতে চাই এধরনের কর্মকান্ড থেকে বিরত থাকুন নইলে আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এড,টিপু সহ বিএনপির নেতাকর্মীদেরকে হামলা করে হত্যা করতে চেয়েছিল তাদেরকে অবিলম্বে গ্রেপতার করে শাস্তির আওতায় আনার আহবান জানালেন প্রশাসনের প্রতি। এর আগে একটি বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।