অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা মুফতি মোহাম্মদ হারুন উর রশিদ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মোঃ মাসুদ কায়সার।
আলোচনা সভায় বক্তরা বলেন সমাজের মাঝে আল্লাহর প্রেম ও রাসূলের আদর্শ অনেকাংশে কমে গিয়েছে। তাই নাশীদ মাহফিলের মাধ্যমে যুব সমাজের মাঝে আল্লাহর দিন ও হুকুমের প্রতি আকর্ষিত করার লক্ষেই আমাদের এ প্রচেষ্টা।
কনফারেন্স ও নাশীদ মাহফিলে প্রধান আকর্ষণ ছিলেন, আলেম, দার্শনিক, লেখক, ইসলামী সাংস্কৃতি ও মিডিয়া ব্যাক্তিত্ব জাগ্রত কবি আল্লামা মুহিব খান। বিশেষ আকর্ষণ ছিলেন, আন্তর্জাতিক খ্যাতি সপন্ন ক্বারী ও নন্দিত ইসলামী আলোচক ক্বারী সাইদুল ইসলাম আসাদ।
নাশীদ পরিবেশন করেন দাবানল শিল্পীগোষ্ঠী’র পরিচালক মুফতি আনিস আনসারী, নিবেদন শিল্পীগোষ্ঠীর মাওলানা আব্দুন নূর জালালী, দিগন্ত শিল্পীগোষ্ঠী’র মাওলানা হাসান মহসীন, আলোড়ন শিল্পীগোষ্ঠী’র পরিচালক আব্বাস উদ্দিন আল আজাদ।