পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে নবাগত উপপরিচালক এ এইচ এম রাশেদ যোগদান কারায় তাঁকে পরিবেশ বান্ধব চারা গাছ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির। বুধবার ১১ সেপ্টেম্বর দুপুরে তাঁর কার্যালয়ে গিয়ে শুভেচ্ছা জানান তাঁরা।
এ সময় পরিবেশ বিষয় যে কোনো প্রয়োজনে পাশে থাকার ও তাঁদের সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দেন উপপরিচালক।
শুভেচ্ছা বিনিময়কালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক মুজাহিদ মল্লিক, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন,সিনিয়র সহসভাপতি ফজলুল হক ভূঁইয়া,অফিস সহকারি ইমরান হোসেন ছিলেন প্রমুখ।