শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শীতলক্ষ্যা নদীর কান্না নামক প্রতিবাদ সভা ব্যাচ ৯৭, না’গঞ্জের আনন্দঘন প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত বৃক্ষরোপনের মধ্যদিয়ে সনমান্দী জনকল্যাণ সংস্থা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন আড়াইহাজারে বিস্ফোরক মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার এ্যাড,সাখাওয়াত ও এ্যাড,টিপুর নেতৃত্বে নগরীর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন  নারায়নগন্জে পূজামণ্ডপ পরিদর্শন করলো জিসাসের কেন্দ্রীয়  নেতৃবৃন্দ নারায়নগন্জে রামকৃষ্ণ মিশনে কাল অনুষ্ঠিত হবে কুমারী পূজা সোনারগাঁয়ে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে ছাত্র ফেডারেশন মহিলা পরিষদ না’গঞ্জ জেলার নেতৃবৃন্দের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বার্তা প্রদান দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয় সর্বজনীন উৎসব : সাবেক কাউন্সিলর সাদরিল

না’গঞ্জ মহানগর বিএনপি’র সদস্য সচিব টিপুর ওপর হা-ম-লা-র ঘটনায় আশা-মুকুলসহ ২০৩ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৪ 🪪
 নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড, আবু আল ইউসুফ খান টিপুর ওপর হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার (৭ই সেপ্টেম্বর) রাতে এড . আবু আলো ইউসুফ খান টিপু বাদী হয়ে বন্দর থানায় মামলাটি দায়ের করেছেন। 

মামলায় বন্দর উপজেলা বিএনপির বহিষ্কৃত নেতা আতাউর রহমান মুকুল ও মহানগর বিএনপি নেতা আবুল কাউছার আশা সহ ৫৩ জনের নামে মামলা দায়ের করা হয়। সেই সাথে ১৫০ জনকে অজ্ঞাত অভিযুক্ত   করা হয়েছে ।

বন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু বকর সিদ্দিক  জানান, শনিবার রাতে এড. আবু আল ইউসুফ খান টিপু মামলা দায়ের করেছেন। এতে প্রায় ২০০ জনকে অভিযুক্ত  করা হয়েছে।

মামলায় এড. টিপু অভিযোগ করেন, (৬ই আগস্ট) দুপুরে বন্দরে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় আশা ও মুকুলের নেতৃত্বে আমার (টিপুর) ওপর হামলা চালানে হয়। এসময় আশা অটোরিকশার পেছন থেকে চাপাতি দিয়ে আমার ঘাড়ে কোপ দেয়। এর ফলে ঘাড় কেটে রক্তাক্ত জখম হয় এবং সেখানে চারটি সেলাই লাগে। এসময় আবুল কাউছার আশা আমার পায়জামার পকেটে থাকা ৬০ হাজার টাকা নিয়া যায়। মোঃ আতাউর রহমান মুকুল তার হাতে থাকা হকিষ্টিক দিয়া আমাকে হত্যার উদ্দেশ্যে আমার মাথায় বাড়ি মারলে আমি আমার বাম হাত দিয়া উক্ত বাড়ী ঠেকাইলে আমার বাম হাতে গুরুতর জখম হয় এবং বাম হাতের কাধের নিচ অংশ ভাঙ্গিয়া যায়। আতাউর রহমান মুকুল আমার পাঞ্জাবীর পকেটে থাকা সাড়ে ৮ হাজার টাকা নিয়ে যায়।

মামলায় অভিযুক্তরা হলেন,

১। আবুল কাউছার আশা (৩৫), পিতা- আবুল কালাম, সাং- ৩নং শায়েস্তা খাঁন রোড, রাহেমা মঞ্জিল, কালির বাজার, থানা ও জেলা- নারায়ণগঞ্জ
২। মোঃ আতাউর রহমান মুকুল (৫৫), পিতা- মৃত ময়েজ উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান, সাং- নবীগঞ্জ, কবিলার মোড়, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ
৩। সৌরভ (৪০), পিতা- মৃত আমান সরদার, সাং- নবীগঞ্জ, কবিলার মোড়, দরগা বাড়ী পূর্ব পাড়া, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ
৪। রাজীব (৩০), পিতা- মৃত আমান সরদার, সাং- নবীগঞ্জ, কবিলার মোড়, দরগা বাড়ী পূর্ব পাড়া, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ
৫। মোস্তাক আহম্মেদ (৪২), পিতা- মৃত আব্দুল গণি, সাং- কবিলার মোড়, বন্দর, নারায়গঞ্জ
৬। মোঃ পাবেল সরকার (৩৮), পিতা- মৃত আজগর আলী, সাং- কবিলার মোড়, বন্দর, নারায়গঞ্জ
৭। জাকির হোসেন (৫৫), পিতা- মৃত আব্দুস সামাদ, সাং- কামাল উদ্দিনের মোড়, বন্দর, নারায়গঞ্জ
৮। মোঃ রাসেল আহম্মেদ (৩৮), পিতা- গোলাপ মাহাজন, সাং- লুহিয়ার পুল, নবীগঞ্জ, বন্দর, নারায়ণগঞ্জ
৯। ওয়াসিম জয়কে বোমারু ওয়াসিম (৩৫), পিতা- আব্দুল করিম, সাং- কামাল উদ্দিনের মোড়, বন্দর, নারায়ণগঞ্জ
১০। নাসির (৩৭), পিতা- মোস্তফা, সাং- কামাল উদ্দিনের মোড়, বন্দর, নারায়ণগঞ্জ
১১। রিপন (৩৮), পিতা- আবুল হোসেন, সাং- কামাল উদ্দিনের মোড়, বন্দর, নারায়ণগঞ্জ
১২। হেলাল উদ্দিন রবিন (৩৯), পিতা– সিরাজুল, সাং- কামাল উদ্দিনের মোড়, বন্দর, নারায়গঞ্জ
১৩। মোঃ হোসেন (৪২), পিতা- মৃত আব্দুস সামাদ, সাং- কামাল উদ্দিনের মোড়, বন্দর, নারায়গঞ্জ
১৪। ওয়াসিম (৩৮), পিতা- ফজল করিম, সাং- কামাল উদ্দিনের মোড়, বন্দর, নারায়ণগঞ্জ
১৫। আব্দুল জলিল (৫৮), পিতা- মৃত আব্দুল আজিজ, সাং- কামাল উদ্দিনের মোড়, বন্দর, নারায়ণগঞ্জ
১৬। মোঃ রুবেল (৩৮), পিতা- সালাম ডেকোরেটর, সাং- দক্ষিন লক্ষণখেলা, ২৫নং ওয়ার্ড, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ
১৭। কামলেট (৪৫), পিতা- মৃত মুসলিম ডাকাত, সাং- দক্ষিণ লক্ষণখেলা, ২৫নং ওয়ার্ড, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ
১৮। মোঃ শাহআলম (৪৮), পিতা- মৃত রফা, সাং- দক্ষিণ লক্ষনখেলা, মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ
১৯। মোঃ সাইদুর (৫৫), পিতা- জলাত (মাইট্রাল), সাং- দক্ষিণ লক্ষণখেলা, ২৫নং ওয়ার্ড, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, খানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ
২০। সানি সিকদার, পিতা- সফিউদ্দিন সিকদার, সাং- কাইতাখালী, ২৪নং ওয়ার্ড, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ
২১। মোঃ মহসিন, পিতা- বাবু সাত্তার, সাং- বউবাজার, ১নং বাবুরাইল, থানা ও জেলা- নারায়ণগঞ্জ
২২। জাহাঙ্গীর ওরফে আইরইল্লা জাহাঙ্গীর, পিতা- মৃত মহিউদ্দিন, সাং- বউবাজার, ১নং বাবুরাইল, থানা ও জেলা- নারায়ণগঞ্জ
২৩। সাইদুর রহমান লিটন (৫৬), পিতা- মৃত ইছহাক মিয়া, সাং- দক্ষিণ লক্ষণখেলা, ২৫নং ওয়ার্ড, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ
২৪। আবু তাহের মিন্টু (৪৫), পিতা- মৃত নুরুল ইসলাম নুরা, সাং- চৌড়াপাড়া, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ
২৫। বিপ্লব (৩৫), পিতা- মৃত সামসুল হক, সাং- ১নং বাবুরাইল, বউবাজার, থানা ও জেলা- নারায়ণগঞ্জ
২৬। মোঃ সনি (৪০), পিতা- মৃত সফর চাঁন, সাং-কে বি সাহা বাই লেন, আমলাপাড়া, থানা ও জেলা- নারায়ণগঞ্জ
২৭। মানিক চাঁন (৪৫), পিতা- মৃত আফাজউদ্দিন আফা, সাং- কে বি সাহা বাই লেন, আমলাপাড়া, থানা ও জেলা- নারায়ণগঞ্জ
২৮। মোঃ সজিব (৩৮), পিতা- অজ্ঞাত, সাং- কদম রসুল কলেজ মাঠ, সাং- থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ
২৯। মানিক, পিতা- অজ্ঞাত, সাং- ২নং সিএসডি গেইট, বন্দর, নারায়ণগঞ্জ
৩০। আকাশ বশির, পিতা- অজ্ঞাত, সাং-মুখফুলদি, নয়ানগর, কলাগাছিয়া, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ
৩১। দর্পণ
৩২। অর্পন, উভয় পিতা- মৃত মহিউদ্দিন, উভয় সাং- বন্দর, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ
৩৩। বায়ী (২৮), পিতা- বাবুল মিয়া, সাং- ইস্পাহানী বাজার, একরামপুর, ২নং গলি, বন্দর, নারায়ণগঞ্জ
৩৪। সায়মন (২৬), পিতা- ইকবাল হোসেন, সাং- নবীগঞ্জ বাগবাড়ী, নতুন রাষ্ট্র, বন্দর, নারায়নগঞ্জ
৩৫। হালিম প্রধান (৪২), পিতা- গিয়াসউদ্দিন, সাং- নবীগঞ্জ বাগবাড়ী, বন্দর, নারায়নগঞ্জ
৩৬। মোঃ কাউছার (৩২), পিতা- মৃত জাহাঙ্গীর হোসেন, সাং- সালপাড়, লক্ষন খোলা, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ
৩৭। মোঃ মুন্না (৩২), পিতা- মৃত আনোয়ার হোসেন, সাং- খালপাড়, লক্ষন খোলা, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ
৩৮। সুজন, পিতা- বাবু সাত্তার, সাং- ১নং বাবুরাইল, বউবাজার, থানা ও জেলা- নারায়ণগঞ্জ
৩৯। রাব্বি ওরফে কানা রাব্বি, পিতা- মোঃ বাবুল, সাং- চাঁনমারী, মাউরাপট্টি, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ
৪০। রাজু, পিতা- অজ্ঞাত, সাং- নন্দীপাড়া, থানা ও জেলা- নারায়ণগঞ্জ
৪১। জামান, পিতা- হোসেন মিয়া, সাং- নন্দীপাড়া, থানা ও জেলা- নারায়ণগঞ্জ
৪২। আপেল, পিতা- হেকমত আলী, সাং- নন্দীপাড়া, থানা ও জেলা- নারায়ণগঞ্জ
৪৩। রবিন, পিতা- মুসলিম মিয়া, সাং- ১নং বাবুরাইল, বউবাজার, থানা ও জেলা- নারায়ণগঞ্জ
৪৪। মনিরুল হক রঞ্জু, পিতা- মৃত মাহমুদুল হক, সাং- ১৯৩, বি বি রোড, থানা ও জেলা- নারায়ণগঞ্জ
৪৫। হৃদয়, পিতা- অজ্ঞাত, সাং- সিদ্ধিরগঞ্জ পাওয়ার হাউজ, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ
৪৬। মোঃ তাওলাদ হোসেন, পিতা-জুলহাস, সাং- চর সৈয়দপুর, থানা ও জেলা- নারায়ণগঞ্জ
৪৭। ইমরান, পিতা- কাশেম, সাং- পুরান সৈয়দপুর, থানা ও জেলা- নারায়ণগঞ্জ
৪৮। মোঃ রুবেল মেম্বার, পিতা- মৃত কাদির, সাং- পুরান সৈয়দপুর, গানা ও জেলা- নারায়ণগঞ্জ
৪৯। জাহাঙ্গীর মেম্বার, পিতা- মৃত ইয়ার হোসেন, সাং- নতুন সৈয়দপুর, থানা ও জেলা- নারায়ণগঞ্জ
৫০। মোঃ শরীফ, পিতা- আতর আলী, সাং- জিমখানা, থানা ও জেলা- নারায়ণগঞ্জ
৫১। আমান, পিতা- কালাচান সরদার, সাং- সিএসডি গেইট, বন্দর, নারায়ণগঞ্জ
৫২। শুভ, পিতা- নাসির, সাং-সিএসডি গেইট, বন্দর, নারায়ণগঞ্জ
৫৩। বরিশাইল্লা রবিন, পিতা- মুসলিম মিয়া, সাং- ১নং বাবুরাইল, বউবাজার, থানা ও জেলা- নারায়ণগঞ্জ

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102