শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ফতুল্লা থানা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত আলীরটেক ইউপি বিএনপির সভাপতি ও চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন সারা দেশের যখন সব চেযারম্যান পালাতক সেই সময়ে বহাল তবিয়তে আওয়ামীলীগ চেয়ারম্যান জাকির নবীনগরে জাকির খান মুক্তি পরিষদের উদ্যোগে আলোচনা ও দোয়া সোনারগাঁয়ে সাংবাদিকদের নামে মিথ্যা মামলা, তীব্র নিন্দার ঝড় সোহাগের বিরুদ্ধে অপপ্রচারের ব্যবসায়ী মহলের ক্ষোভ নারায়ণগঞ্জ বিবি মরিয়ম স্কুলে প্রধান শিক্ষক’এ পদত্যাগের দাবীতে বিক্ষোভ জেবিক এর বিনিয়োগ চ্যালেঞ্জ করে নারায়ণগঞ্জ-এ প্রতিবাদ সভা  গণতন্ত্র দিবসে ‘সজীব’র নেতৃত্বে নয়াপল্টনে ৫’সহস্রাধিক বিএনপি নেতাকর্মীর যোগদান দাপ্তরিক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করলেন – সদরের ইউএনও 

তারেক জিয়া প্রজন্মদলের নেতা সনি”র উপর হামলার প্রতিবাদে মিছিল ও স্মারকলিপি প্রদান 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮০ 🪪
জাতীয়তাবাদী তারেক জিয়া প্রজন্ম দল নারায়ণগঞ্জ জেলা শাখার সদ্য বহিস্কৃত  সাধারণ সম্পাদক মেহেদী হাসান সনি’র উপর হামলা ও আওয়ামী লীগের  সন্ত্রাসীদের গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ   মিছিল  ও স্মারকলিপি প্রদান করে তারা ।

বুধবার (৪ই সেপ্টেম্বর) বিকাল ৪টায় নগরীর মিশন পাড়া এলাকা থেকে তারেক জিয়া প্রজন্ম দল নারায়ণগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ ও এলাকাবাসীর উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় এরপর নারায়ণগঞ্জ  জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন তারা।

এ  সময় নারায়ণগঞ্জ আদালত পাড়ায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড,আবু আল ইউসুফ খান টিপু’র পদত্যাগ চাই  স্লোগান দিতে থাকেন তারা।

নারায়ণগঞ্জ জেলা প্রসাসকের কাছে দেওয়া স্মারকলিপিটি নিম্নে  তুলে ধরা হলো– আমি নিম্ন স্বাক্ষরকারী মোঃ ইভান হোসেন(৩২), পিতা-মৃত সবর চাঁন, সাং-আমলাপাড়া গালর্স স্কুল সংলগ্ন, থানা ও জেলা-নারায়ণগঞ্জ থানায় হাজির হইয়া এই মর্মে বিবাদী ১। হোসেন(৬০), পিতা-অজ্ঞাত, ২। মুন্না(৩২), পিতা-হানিফ, ৩। আরিফ(৩২), পিতা- হোসেন, সর্ব সাং-আমলাপাড়া গালর্স স্কুল সংলগ্ন, ৪। আমিন(৪০), মাতা-সুফিয়া, ৫। সুমন(৩৫), পিতা-কালু মিয়া, ৬। হীরা(৪৫), পিতা-মোঃ বাদশা, ৭! সুজন(২৮), পিতা-কালু, ৮। তানভীর(৩৫), পিতা-মোঃ বাদশা, ৯। রানা(৪০), পিতা-রাজু, সর্ব সাং- আমলাপাড়া মাদ্রাসা, সর্ব থানা ও জেলা-নারায়ণগঞ্জ সহ অজ্ঞাত আরো ১০/১২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করিতেছি যে, উপরোক্ত বিবাদীগণ বর্তমান সময়ে বিভিন্ন জায়গা, ব্যবসা প্রতিষ্ঠান দখল সহ বিভিন্ন জায়গায় চাঁদা আদায়ের লক্ষ্যে সংজ্ঞবদ্ধ হচ্ছে এবং সেই সুবাধে আমাকে তাহাদের সহিত থাকার জন্য বলিলে আমি রাজি না হওয়ায় বিবাদিগণ গত কয়েকদিন যাবত আমার সহিত খারাপ আচরণ সহ বিভিন্ন হুমকি ধমকি প্রদান করিতে থাকা অবস্থায় গত ২৪/০৮/২৪ইং  বাড়ির সামনে রাস্তায় অনুমান দুপুর ২টায় কথা কাটাকাটি শুরু হলে বিবাদীগণ উত্তেজিত হইয়া আমাকে এলোপাথারী মারধর শুরু করিলে আমি প্রান বাঁচাতে দৌড়ে উপরোক্ত একই ঠিকানার আমার বড় ভাইয়ের ঘরের ভিতরে চলে যাই। বিবাদীগণ দৌড়ে এসে বিবাদীগণের সাথে থাকা বড় ছুড়ি, চাপাটি, ক্রিজ, লোহার রড় সহ দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে ঘরের দরজা কুপিয়ে ভেঙে জোড়পূর্বক ঘরের ভিতরে প্রবেশ করে ১, ২, ৩ ও ৫নং বিবাদীগণ তাহাদের হাতে থাকা দাড়ালো ছুড়ি চাপাটি ও ক্রিজের আঘাত করতে করতে আমার সারা শরীর রক্তাক্ত করে ঘরের ভিতরে মাটিতে ফেলে এবং অন্যান্য বিবাদীগণ এলোপাথারী মারধর করতে থাকে এতে আমি জ্ঞান হারিয়ে ফেলিলে বিবাদীগণ আমাকে মৃত ভেবে ভাইয়ের ঘরের আসবাবপত্র ভাংচুর শুরু করে। আমার ভাই ভাবী বিবাদীগণকে থামানো চেষ্টা করায় ১নং বিবাদী আমার ভাবী লিলি(২০) কে মারধর করে এবং গলায় থাকা ১ ভরি ওজনের স্বর্নের চেইন ২নং বিবাদী ছিনিয়ে নিয়ে যায়। ভাইয়ের পরিবারের সকল কিছু কুপিয়ে আঘাত করতে করতে ভেঙ্গে ব্যবহার অনুপযোগী করে ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে আমার পরিবারের সকলের ডাক চিৎকারে আশেপাশের সকলে এগিয়ে এসে আমাকে দ্রুত খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট নিয়ে চিকিৎসা করায়। বিবাদীগণের মারধরে আমার ডান হাতের মধ্যমা আঙ্গুলের ২টি রগ কেটে যেয়ে সম্পূর্ন ডান হাতে ক্ষতবিক্ষত হয় এবং বাম হাতের তালু ক্ষতবিক্ষত হয় এবং আমার দুটি পায়ের সহ শরীরের ভিবিন্ন অংশে ক্ষতবিক্ষত হয়ে রক্ত ক্ষরন হয় এবং মাথার বিভিন্ন অংশে নীলাফুলা জখম হয়। বিবাদীগণ অত্যান্ত খারাপ প্রকৃতির লোক, তারা যে কোন সময় আমাকে সহ আমার পরিবারের লোকজনের বড় ধরনের ক্ষতি করিবে বলে আশঙ্কা করিতেছি।

এমতাবস্থায় কোন উপায়ান্ত না পাইয়া জানমালের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় আইনগত সহযোগীতার জন্য বিষয়টি আপনার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি । অতএব, মহোদয় উক্ত বিষয়ে  প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে সদয় মর্জি হয় ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102