মঙ্গলবার (৩রা সেপ্টেম্বর) বেলা। ১২টায় জেলা পুলিশ সুপার এর কার্য্যলয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় কেন্দ্রীয়, জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতারা এতে অংশ নেন। সাক্ষাৎকালে নানা বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
জানা যায়, বৈঠকে বিভিন্ন থানা পর্যায়ের অভিযোগ তুলে ধরা হয়। পুলিশের বিভিন্ন থানায় দীর্ঘদিন কর্মরত বিভিন্ন কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ উঠে আসে। এসব অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন পুলিশ সুপার । ঐসব কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ ও আশ্বাস দেন তিনি। এর মধ্যে ফতুল্লা ও আড়াইহাজার থানা সহ কয়েকটি থানার একাধিক কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ শুনে সেখানেই ব্যবস্থা গ্রহণে নির্দেশ দেন পুলিশ সুপার ।