এ সময় নুরে আলম স্বপন বলেন পৈত্রিক সম্পত্তি আমার বড় ভাই সাদেকুর রহমান বাচ্চু আমাকে বুঝিয়ে না দিয়ে আমাকে বিভিন্নভাবে অত্যাচার করে আসছে।
তারা বাপের সম্পত্তিতে বড় বড় বিল্ডিং করে সুখে শান্তিতে আরাম আয়েশ করে থাকছেন অথচ আমার সন্তানদের নিয়ে আমি ভাঙ্গা একটা ঘরে অবস্থান করছি এ ভাঙ্গা ঘর মেরামত করতেও তারা আমাকে বিভিন্নভাবে বাধা সৃষ্টি করে।
এ বিষয়ে সমাজের পঞ্চায়েত কমিটির নিকট বিচার দায়ের করলে পঞ্চায়েত কমিটির কথা অমান্য করে সাদেকুর রহমান আমাকে সম্পত্তি ও ঘর দরজা কোন কিছুই তৈরি করতে দিবে না বলে হুমকি প্রদান করে চলে যায়।
পরে আমি সুষ্ঠু ও সুক্ষয় বিচার পাওয়ার জন্য সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ করলেও সাদেকুর রহমান বিচ্চু আওয়ামীলীগ সরকার ক্ষমতা থাকার কারণে তার দলীয় ক্ষমতার দাপটে আইন প্রশাসনও ব্যর্থ হয়।
এখন স্বৈরশাসনের পতন হয়েছে এই আওয়ামী লীগ নামধারী আমার বড় ভাই সাদেকুর রহমান বাচ্চু আমার উপর যে নির্মম অত্যাচার চালিয়েছে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের নিকট আমার জোরালো দাবি আমার সম্পত্তি ও আমার স্থাপনা তৈরি করার ব্যবস্থা করে তাকে বিচারের আওতায় আনতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
এসময় এলাকাবাসী বলেন আমরা বহুবার নূরে আলম স্বপন এর বড় ভাই সাদেকুর রহমানকে নিয়ে সুষ্ঠু সমাধানের জন্য বসার চেষ্টা করেছি কিন্তু উনি বসতে চাননি এবং স্বপনের জায়গা বুঝিয়ে না দিয়ে উল্টো তাকে বিভিন্ন ধরনের হয়রানির শিকার করেছেন।