তিনি বলেন, রূপগঞ্জের স্কুলছাত্র রোমান মিয়া হত্যা মামলায় গোলাম দস্তগীর গাজীর ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন আইনজীবী। শুনানি শেষে বিচারক ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে শনিবার (২৪শে আগস্ট) দিবাগত রাতে রাজধানীর শান্তিনগরের বাসা থেকে গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী। পরে তাকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়।