শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ফতুল্লা থানা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত আলীরটেক ইউপি বিএনপির সভাপতি ও চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন সারা দেশের যখন সব চেযারম্যান পালাতক সেই সময়ে বহাল তবিয়তে আওয়ামীলীগ চেয়ারম্যান জাকির নবীনগরে জাকির খান মুক্তি পরিষদের উদ্যোগে আলোচনা ও দোয়া সোনারগাঁয়ে সাংবাদিকদের নামে মিথ্যা মামলা, তীব্র নিন্দার ঝড় সোহাগের বিরুদ্ধে অপপ্রচারের ব্যবসায়ী মহলের ক্ষোভ নারায়ণগঞ্জ বিবি মরিয়ম স্কুলে প্রধান শিক্ষক’এ পদত্যাগের দাবীতে বিক্ষোভ জেবিক এর বিনিয়োগ চ্যালেঞ্জ করে নারায়ণগঞ্জ-এ প্রতিবাদ সভা  গণতন্ত্র দিবসে ‘সজীব’র নেতৃত্বে নয়াপল্টনে ৫’সহস্রাধিক বিএনপি নেতাকর্মীর যোগদান দাপ্তরিক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করলেন – সদরের ইউএনও 

এসপি’র সাথে পূজা উদযাপন পরিষদের  মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ৯৫ 🪪
 আগামী ২৬শে আগস্ট অনুষ্ঠিত হবে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। জন্মাষ্টমীর উৎসব সফলভাবে আয়োজনের লক্ষ্যে নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফার রাসেলের সাথে মত বিনিময় করেছেন জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদ এবং নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

 

বৃহস্পতিবার (২২শে আগস্ট) সকালে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল পুজা উৎযাপন পরিষদের নেতৃবৃন্দকে আশ্বস্ত করে বলেন, আসন্ন জন্মাষ্টমী উৎসবে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। পুলিশের পাশাপাশি সাদা পোশাকে ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করবে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনায় এড়াতে পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। কোন প্রকার গুজবে কান না দিয়ে সকলের সম্মিলিত প্রচেষ্টায় উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী আয়োজনে পুলিশ প্রশাসন বদ্ধ পরিকর।

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব সফলভাবে আয়োজন করতে হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ পুলিশের সহযোগিতা কামনা করেন এবং পুলিশ সুপারকে জন্মাষ্টমীর অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানান নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, নারায়ণগঞ্জ জেলা হিন্দুবৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ কুমার দাস, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন পাল, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদ সাহা, সাধারণ সম্পাদক সুশীল দাস, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত সাবেক ট্রাস্টি ও জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা পরিতোষ কান্তি সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা বাসুদেব চক্রবর্তী, জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক শ্যামল বিশ্বাস, মহানগর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি হিমাদ্রি সাহা হিমু, সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ আচার্য সহ প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102