শহীদনগরের মরহুম সাজিদ সিকদারের ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার ২০ আগষ্ট বাদ আছর তার পরিবারের পক্ষ থেকে শহীদনগর বায়তুল জান্নাত জামে মসজিদে এ মিলাদ দোয়া আয়োজন করা হয়।
এ উপলক্ষে বাদ ফজর মরহুমের পরিবারের পক্ষ থেকে কবর জিয়ারত বাদ আছর মিলাদ দোয়া করা হয়। এছাড়া শিকড় স্মৃতি সংসদ পক্ষ থেকে গভীর শ্রদ্ধান্জলী ও সমবেদনা জানানো হয়।
এসময় উপস্হিত ছিলেন পরিবারের পক্ষ থেকে বাবা আলহাজ্ব শফিকুল ইসলাম সিকদার, চাচা নজরুল ইসলাম, মামা জামাল হোসেন,চাচা ত ভাই সুমন সিকদারসহ অনেক বন্দ্ধু বান্দব আত্নীয়স্বজন শুভাকাঙ্গী ও গুণাকাঙ্গী।