রবিবার (১৮ই আগষ্ট) দুপুরে কোট এলাকার বাহিরের সড়কে প্রায় তিনশতাধীক অটোচালকরা এ কর্মসুচী পালন করে।
আবেদন করার পরে ভুক্তভোগী চালকরা বলেন আমরা গরিব মানুষ অটো চালিয়ে কোনো রকম জীবন যাপন করছি,আমাদের যে আয় হয় তা দিয়ে পরিবার পরিজন খুবই কষ্ট হয়। তার উপর
এখন আবার চাঁদাবাজদের দৌরাত্ম্য মড়ার উপর ধারার ঘা হয়ে দারিয়েছে। এই ষ্ট্যানডে বিএনপি নেতা মজিদের নাম ভাঙ্গীয়ে খলিল, রাজু,মামুন অটোরিকশা প্রতি ১০০,টাকা করে চাঁদা দিতে হবে বলে হুমকি দিয়ে মারধর করে। আমাদর থেকে ১২বছর যাবদ জোরপূর্বক চাদা আদায় করছে। আমরা চাদা দিতে না চাইলে আমাদের উপর নির্যাতন ও মারধর করে চিহ্নিত চাদাবাজরা, আমরা আর কোনো চাদাবাজকে চাঁদা দিমু না, প্রয়োজনে সরকার কে টেক্স দিয়া গাড়ী চালামুু আমাদের ট্যক্সের টাকায় সরকার দেশের উন্নয়ন করবো। আমরা চাই প্রশান চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যাবস্হা গ্রহন করে সহোযোগিতা করবেন। এসময় উপস্থিত ছিলেন অটো চালক মোঃ দুলাল, মোঃ রাসেল, মোঃ রমজান,সজীব, রানা,জুম্মন, রবিন,রাসেল,শাওন,রাব্বি,রানা,রাজা,আনার,জিসান, সুমন,জালাল,খলিল,উজ্জ্বল, শামীম সহ প্রমুখ।