মঙ্গলবার (১৩ই আগষ্ট) বেলা ১২টায় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার ভবনের নীচতলায় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
এসময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদ ও আইনজীবী সমিতির সকল প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়। তাদের স্মরণ করে পাশাপাশি এক মিনিট নীরবতা পালন করেন
সিনিয়র আইনজীবী বেনজীর আহমেদকে প্রধান নির্বাচন কমিশনার করে ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।কমিটির সদস্যরা এড. ফাতেমা মাসুদ, এড. মঞ্জুরুল হক খান, এড. আজিজুল হক মোল্লা, এড. ওয়াসিম কাজী।
এছাড়াও সিনিয়র আইনজীবী খন্দকার আজিজুল হক হান্টুকে চেয়ারম্যান করে তিন সদস্যের আপিল বোর্ড গঠন করা হয়েছে। বাকি সদস্যরা হলেন – এড. ইব্রাহীম মিয়া, এড. মানিক মিয়া।
সভায় সিনিয়র আইনজীবী রফিক আহমেদকে আহ্বায়ক ও এড. শাহ্ আলম খানকে সদস্য সচিব করে ৯ সদস্যের এডহক কমিটি গঠন করা হয়। সদস্যরা হলেন – এড. সিমা সিদ্দিকী, এড. শ্যামল চন্দ্র বিশ্বাস, এড. মনিরুল ইসলাম চৌধুরী রতন, এড. জাহাঙ্গীর দেওয়ান, এড. ফজলুর রহমান ফামিম, এড. শামসুল আরেফিন টুটুল, এড. রাকিবুল হাসান শিমুল।
সভায় উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. আব্দুল বারী ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক এড. জাকির হোসেন, সিনিয়র আইনজীবী এড. মাহবুবুর রহমান মাসুম, মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এড. সরকার হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক এড. আবুল কালাম আজাদ জাকির, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম আনোয়ার, জেলা আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক এড. খোরশেদ আলম মোল্লা, সিনিয়র আইনজীবী এড. রফিক আহমেদ, এড. বেনজীর আহমেদ, এড. নবী হোসেন, এড. নাজির আহমেদ, এড. আজিজুল হক হান্টু, এড. বোরহান উদ্দিন সরকার, এড. হাফিজুর রহমান মোল্লা, এড.সৈয়দ মশিউর রহমান শাহিন, এড. রকিবুল হাসান শিমুল, এড. শীমা সিদ্দিকী, এড.কাজী আব্দুর গাফফার, এড. মানিক মিয়া, এড. আলম চৌধুরী, এড. সিদ্দিকুর রহমান, এড. আজিজুর রহমান মোল্লা, এড. সালাউদ্দীন ভুঁইয়া সবুজ, এড. শামসুল আরেফিন টুটুল, এড. কায়সার আলম চৌধুরী টুটুল, এড. ওমর ফারুক নয়ন, এড. জাহিদ হাসান মুক্তা, এড.একেএম মাহমুদুল হক আলমগীর, এড. নজরুল ইসলাম মাসুম, এড. সিদ্দিকুর রহমান, এড. সুমন মিয়া, এড. হৃদয়, এড.এসএম সায়েম রানা, এড. মাকসুতা আক্তার রুমি, এড. লিজা এড. আসমা হেলেন বিথী, এড. মাঈন উদ্দিন রেজা, এড. শেখ আঞ্জুম আহমেদ রিফাত, এড. ফজলুর রহমান ফাহিম, এড. সুমন মিয়া, এড. রাসেল মিয়া, এড. আমিনুল ইসলাম, এড. শাহ আলম শামীম, এড. আমেনা প্রধান শিল্পী, এড. জামান মিয়া, এড. কেএম সুমন, এড.আবুল কালাম আজাদ, এড. আদনান মোল্লা, এড.আবু রায়হান, এড. আশরাফুল বারী ভুঁইয়া, এড. খোরশেদ আলমসহ প্রমূখ।