নারায়ণগঞ্জ ফতুল্লা থানা’র কাশিপুর ৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বৈষম্য বিরোধী ও কোটা সংস্কার আন্দোলনে শহীদ ছাত্র জনতার আত্মার শান্তি কামনায় আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ১৩ আগস্ট ) বাদ মাগরি কাশিপুর নুর মসজিদ এলাকার শতাব্দী গার্মেন্টসের পাশে এ মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কাশিপুর ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক তাইজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর পশ্চিম দেওভোগ পঞ্চায়েত কমিটির সভাপতি আলহাজ্ব হেদাযেত উল্লাহ খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফ মন্ডল।
এ সময় আলোচনা সভায় শুরুতেই কোটা আন্দোলনে শহীদ ছাত্র- জনতার রুহের মাগফেরাত কামনা করে বক্তারা বলেন কেউ বিশৃঙ্খলা করবেন না। লুটপাট, চাঁদাবাজী করবেন না। তারা আরও বলেন দুষ্কৃতিকারীরা গুজব ছড়াবে। বিএনপি নেতাকর্মীকে বলব চোখ কান খোলা রাখবেন। সজাগ থাকবেন। স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, কারো কর্মকাণ্ডে বিএনপির সুনাম যেনো ম্লান না হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিন কাদের, ৭ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক আছলাম হোসেন, সদস্য নজরুল ইসলাম, লূৎফর রহমান, বৃহত্তর পঞ্চায়েত কমিটির প্রচার সম্পাদক হাবিব উল্লাহ তানভীর, কার্যকরী সদস্য রাফসান জানী সৈকত, মো: তুহিন, আনোয়ার হোসেনসহ প্রমূখ।
দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন আদর্শ নগরের আল আকসা মসজিদের ইমাম মাওলানা মোস্তাফিজুর রহমান। পরিশেষে নেওয়াজ বিতরণ করা হয়।