মাদকের থাবায় নাস্তানাবুদ একটি প্রজন্ম। শহর থেকে গ্রামাঞ্চল-সর্বত্রই নেশা এখন হাতের নাগালে। এক যুগে এর বিস্তার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে।
এলাকাবাসী জানান তারি ধারাবাহিকতায় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কাচপুর ইউনিয়ন খালপাড় চেঙ্গাইনে মাদকের রমরমা ব্যবসা পরিচালনা করছেন আক্তারের ছেলে রায়হান প্রদান ওরফে রিশান, সালামের ছেলে সুমন, শহিদুলের ছেলে রাজু, নুরুদ্দিনের ছেলে রিয়াজ, জলিলের ছেলে রিপন। এলাকাবাসী আরো জানান ,এই মাদক কারবারীদের অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন।
অন্যথায় এলাকার যুবসমাজ নেশার সাথে জড়িত হয়ে ধ্বংসের দিকে ধাবিত হবে। সেই সাথে স্কুল কলেজের ছাত্ররাও নেশায় আসক্ত হওয়ার উপক্রম হচ্ছে।
মাদক কেনাবেচা ও সেবনকে কেন্দ্র করে এলাকায় ভয়ংকর সংঘর্ষ সংঘটিত হতে পারে বলে মনে করেন এলাকাবাসী।
এলাকার সুশীল সমাজ আরো বলেন মাদকদ্রব্য লেনদেনের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে বিদেশে। নেশাজাতীয় দ্রব্যের বিস্তারের এই সর্বনাশা চিত্র যেভাবে আর্থিক ও শারীরিক ক্ষতিসহ মাদকদ্রব্য সেবনে একজন ব্যক্তি নিজে যেমন ধ্বংস হচ্ছেন, একই সাথে তারা অসহায় পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছেন পরিবারের সদস্যদের।