গোগনগর শোহাদেয়ে কারবালা স্মরণে ১৫ তম ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ৩ আগষ্ট বাদ এশা গোগনগর গাউছুল আজম জামে মসজিদ সংলগ্ন মাঠে গোগনগর হোসাইনী কাফেলার উদ্যোগে এ আয়োজন করা হয়।
ওয়াজ মাহফিলে গোগনগর হোসাইনী কাফেলার সভাপতি মোহাম্মদ ইব্রাহীম হোসেন সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বয়ান করেন আলহাজ্ব হযরতুল আল্লামা মুফতি আব্দুল মোস্তফা রহিম আল আজহারী খতিব,গাউসুল আজম জামে মসজিদ ঢাকা। মাহফিলে উদ্বোধক ছিলেন উওর ইসদাইর জি,এম,নিট গার্ডেন লিঃ,মোহাম্মদ রোমান মন্ডল। প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন শালিস প্রধান, দক্ষিণ মসিনাবন্দ সমাজ, গোগনগর,নাঃগঞ্জ।
বিশেষ বক্তা হিসেবে বয়ান করেন হযরতুল আল্লামা মাওঃ মুফতি গাজী ফয়জুল ইসলাম হাফিজ ইমাম ও খতিব গাউছুল আজম জামে মসজিদ গোগনগর নাঃগঞ্জ। হযরতুল আল্লামা মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম আল কাদেরী ইমাম ও খতিব বায়তুল জান্নাত জামে মসজিদ সুকুমপট্রি নাথগঞ্জ।হযরতুল আল্লামা মাওঃ ক্বারী মোহাম্মদ ফজলুল রহমান নোমানী ইমাম ও খতিব,গোগনগর বড় জামে মসজিদ গোগনগর নাঃগঞ্জ। হযরতুল আল্লামা মাওঃ মুফতি মোহাম্মদ সাইফুল ইসলাম দুলালী ইমাম ও খতেব,বাইতুল উল্লাহ জামে মসজিদ ডিয়ারা নাঃগঞ্জ। হযরতুল আল্লামা মাওঃ মোহাম্মদ ইমদাদুল হক আল কাদরী ইমাম ও খতিব,বাগে মদিনা জামে মসজিদ শহীদনগর নাঃগঞ্জ।
দোয়া ও মোনাজাতে দেশ জাতি মুসলিম উম্মার শান্তি কামনা বিশেষ দোয়া করা হয়।শেষে রান্না করা খাবার নেওয়াজ বিতরণ করা হয়।
এসময় উপস্হিত ছিলেন গোগনগর বীর মুক্তিযোদ্ধা শের মোহাম্মদসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা।