দেওভোগ ইমাম হোসাইন রাঃ স্মরণে ২২তম ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২ আগষ্ট বাদ আসর দেওভোগ আখড়া মোড়ে বায়তুস শরীফ জামে মসজিদে ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়।
দেওভোগ সাকিব আলী জামে মসজিদের ইমাম, আলহাজ্ব হাফেজ ক্বারী মাওঃ মোঃ আবুল হাসান উপস্থাপনায় ও দেওভোগ বায়তুস শরীফ জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব হযরত মাওঃ হাফেজ মোঃ আইয়ুব আলী সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন দেওভোগ বড় জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব হযরত মাওঃ শাহ্ মহিউদ্দিন হামিদী আল কাদেরী। বিশেষ বক্তা হিসেবে বয়ান করেন দেওভোগ সাকিব আলী জামে মসজিদের খতিব,আলহাজ্ব হযরত মাওঃ গাজী মোঃ তামিম বিল্লাহ আল কাদেরী।
মাহফিল আয়োজনে ছিলেন দেওভোগ এলাকা বাসী ও সকল আশেক আহেলে বয়াতি।
পরিচালনায় ছিলেন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) দরবার কমিটি।