নারায়ণগঞ্জের আলোচিত ব্যবসায়ী নেতা সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের বিরুদ্ধে আদালতে আরও ২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহন করেছে আদালত।
সোমবার (২৪শে জুন) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ উম্মে সরাবন তহুরার আদালতে এ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়।
বিষয়টি ডেইলি নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ। তিনি জানান, ব্যবসায়ী সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় দুইজনের সাক্ষ্যগ্রহণের জন্য আজ সকালে জাকির খানকে আদালতে আনা হয়েছিলো। পরে সাক্ষ্য গ্রহন শেষে জাকির খান কে কারাগারে নিয়ে যাওয়া হয়।
এর পর দুপুর দেড়টার দিকে কারাগার থেকে কঠোর নিরাপত্তায় বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে জাকির খানকে নারায়ণগঞ্জ আদালতে নিয়ে আসে পুলিশ। হাজিরা শেষে আবারো কঠোর নিরাপত্তায় তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
এদিকে জাকির খানকে আনার সংবাদে সকাল থেকে আদালত পাড়ায় জড়ো হয় জাকির খানের সমর্থকেরা। এজন্য আদালতপাড়ায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
জানা গেছে, এই পর্যন্ত মোট ৮জন সাক্ষী জাকির খানের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করেছে।