গতকাল (২০ জুন) বৃস্পতিবার শায়খ আবু তাওয়ামা সংসদ সোনারগাঁ আয়োজনে সোনারগাঁ মোগড়াপাড়া চৌরাস্তা সোনারগাঁ শপিং কমপ্লেক্স এর তৃতীয় তলায় শায়খ আবু তাওয়ামা সংসদ সোনারগাঁয়ের অফিসে এই মহীরুহের জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়ছে।
অনুষ্ঠানে শায়খ আবু তাওয়ামা সংসদ সোনারগাঁয়ের সভাপতি শফিকুল ইসলাম জামী সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মাওলানা ইউসুফ মাহমুদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন হাফেজ মাওলানা মুজাহিদুল ইসলাম
সাহেবজাদা, মুফতি হাতেম আলী (রহ.), মুফতি,মোশারফ হোসাইন সাহেব, মুফতি আদিল শরীফ,মুফতি সোহাইল আহমেদ, মুফতি হাসান মাহমুদ হাদী,মুফতি শাফায়াত আহমেদ, মুফতি সাহিল আহমেদ।
এই সময় সোনারগাঁয়ের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও শায়খ আবু তাওয়ামা সংসদের সকল সদস্যগন উপস্থিত ছিলেন।