আজ বৃহস্পতিবার ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ও সেক্রেটারি সুলতান মাহমুদ এক যুক্ত বিবৃতিতে এ কথা বলেন।
তিনি আরও বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে কার্যকরী ব্যবস্থা নিয়ে পশুর হাট বসানো যেত। এক্ষেত্রে শহরবাসীর কষ্ট লাঘব হতো।
তিনি আরও বলেন, সিটি কর্পোরেশনের বিভিন্ন রাস্তা-ঘাট বেহাল দশা। চলাচলে মানুষের খুব অসুবিধা হয়। বাজেটের সম্পূর্ণ অর্থ নির্মাণ কাজে ব্যয় করলে আরো সুন্দর হতো শহরের চেহারা।