বাংলাদেশ আওয়ামী যুবলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে না’গঞ্জ মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আলী আহাম্মদ রেজা উজ্জ্বল এর উদ্যোগে আলোচনা সভা, মিলাদ দোয়া কেক কেটা অনুষ্ঠান অনুষ্ঠিত।
শনিবার (১১ই নভেম্বর) সকালে শহর আওয়ামী যুবলীগের আয়োজনে জেলা ও মহানগর আওয়ামী কার্য্যলয়ে এ কর্মসূচী পালন করে নেতাকর্মীরা।
এসময় শহর যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আলী রেজা আহম্মেদ উজ্জলের সভাপতিত্বে ও যুবলীগ নেতা ইকবাল হোসেনের সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন।
এসময় তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন উন্ময়ন করছে সাধারণ মানুষ এর ভাগ্য পরিবর্তনে ঠিক অপরদিকে বিএনপি জামাত জোটা অবৈধ অবরোধ দিয়ে ধংসাত্বক কাজ করছে। তাদের অবরোধ কর্মসূচী কে মোকাবিলা করতে যুবলীগের নেতাকর্মীরা প্রস্তুুত আছে। আগামী সংসদ নির্বাচন প্রসংঙ্গে বলেন নারায়ণগঞ্জে আমরা ১৫বছর যাবদ নৌকা মার্কায় ভোট দিতে পারছিনা, তাই তৃণমূল আওয়ামীলীগ ও অংঙ্গসংগঠনের নেতাকর্মীদের দাবী নারায়নগঞ্জে ৫টি আসনে নৌকা প্রার্থি দিতে জননেত্রী শেখ হাসিনা কাছে আহবান জানিয়েছে। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী যুবলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, আওয়ামীলীগ নেতা এ্যাড, আনিসুর রহমান দীপু, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, মহানগর আওয়ামী যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত, সহ শহর যুবলীগ ও বিভিন্ন ওয়ার্ডের অনান্ন্য নেতৃবৃন্দ।