নারায়ণগঞ্জ নগরীতে বিএনপি-জামায়াতের অবরোধের বিরুদ্ধে এ কে এম অয়ন ওসমানের নির্দেশনায় তোলারাম কলেজ ছাত্র-ছাত্রী সংসদ ও ছাত্রলীগের পক্ষ থেকে এ কর্মসূচীর আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৯ই নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সরকারি তোলারাম কলেজ ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামানের নেতৃত্বে ওই বিক্ষোভ মিছিল কর্মসূচী পালন করে শিক্ষার্থীরা।
বিক্ষোভ মিছিলটি সরকারি তোলারাম কলেজ থেকে শুরু করে চাষাঢ়া গোল চত্ত্বর ঘুরে বঙ্গবন্ধু সড়কের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পুনরায় সরকারি তোলারাম কলেজে এসে শেষ হয়। এ সময় বিএনপি-জামাতের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয় শিক্ষার্থীরা।
সরকারি তোলারাম কলেজ ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ বলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান ও তারপুত্র অয়ন ওসমানের নির্দেশনায়, সরকারি তোলারাম কলেজের নেতৃবৃন্দ আমরা রাস্তায় নেমেছি এই অবরোধের বিরুদ্ধে। শিক্ষা প্রতিষ্ঠানে হাজার হাজার শিক্ষার্থীরা লেখাপড়া করতে আসে, বিএনপি-জামাত তাদের জীবন নষ্ট করার জন্য বাসে আগুন দিচ্ছে। আমরা দের্থহীন কন্ঠে বলতে চাই, আমরা একেএম অয়ন ওসমানের নেতৃত্বে ও তাঁর নির্দেশনায় ঐক্যবদ্ধ আছি। আমরা বিএনপি অরাজকতার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলবো।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক সিমান্ত, সাংগঠনিক সম্পাদক সুফিয়ান, তোলারাম কলেজ ছাত্রলীগ নেতা সার্থক আহম্মেদ তোফা, মেহেদী হাসান প্রিন্স, শফিকুল ইসলাম অয়ন, রাকিবুল ইসলাম রবিন, সৈয়দ মানিক, বেলায়েত হোসেন অনিক, সিয়াম, শুভ, অর্পন, মানিক, আপন, মুন্না, রিফাত, অমিও সহ প্রমূখ।