জাতীয় ৪ নেতার স্বরনে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৩ রা নভেম্বর ) সকালে নগরীর ২নং রেল গেইটস্থ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাড. আবু হাসনাত মোঃ শহীদ বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য এ্যাড. আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান বাচ্চু, সহ-সভাপতি আব্দুল কাদির, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল পারভেজ, সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা মরিয়ম কল্পনা, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, সাবেক সংরক্ষিত মহিলা আসনের সাংসদ হোসনে আরা বাবলী, আওয়ামী লীগ হুমায়ুন কবির, শফিক মাহমুদ, এস টি আলমগীর সরকার, শাহীন সরকার,মোঃ শাহজাহান মিয়া সহ প্রমুখ।