মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ দেশ ও প্রবাসের সকল বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর থানা কৃষকদলের সাধারণ সম্পাদক রানা মুন্সি।
এক শুভেচ্ছা বার্তায় রানা মুন্সি বলেন, ১৬ই ডিসেম্বর আমাদের জাতীয় জীবনে এক গৌরবোজ্জ্বল দিন। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রামের বিনিময়ে আমরা অর্জন করেছি কাঙ্ক্ষিত স্বাধীনতা। আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সেই সব অকুতোভয় বীর শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন মানচিত্র ও লাল-সবুজের পতাকা।
তিনি তাঁর বার্তায় আরও বলেন, “বিজয় অর্জন করা যত কঠিন, তা রক্ষা করা তার চেয়েও কঠিন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমাদের হারানো গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম চালিয়ে যেতে হবে। একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই হোক এবারের বিজয় দিবসের অঙ্গীকার।”
রানা মুন্সি কৃষক ও মেহনতি মানুষের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “আসুন, ভেদাভেদ ভুলে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করি। আল্লাহ আমাদের সহায় হোন।”
বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল (বিএনপি) জিন্দাবাদ।