মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাকির খানের পক্ষ থেকে বিজয় দিবসের শুভেচ্ছা জানালেন প্রজন্ম দল নেতা আক্তার হোসেন অপু মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শ্রমিক নেতা ইসমাঈল হোসেন কাউছার মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আশরাফুল ইসলাম নিরব হকারমুক্ত সড়ক চাই: দল-মত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান এড. টিপুর নারায়ণগঞ্জে ৮ দলের লিয়াজো কমিটির বৈঠক অনুষ্ঠিত পঞ্চবটী বধ্যভূমিতে ফতুল্লা প্রেস ক্লাবের পুষ্পস্তবক অর্পণ মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কৃষকদল নেতা রানা মুন্সি দেশবাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি হাজী মো. শহিদুল্লাহ ফতুল্লার পঞ্চবটি বধ্যভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন একাত্তরের বিজয়কে অর্থবহ করার সংগ্রাম অব্যাহত রাখার প্রত্যয়-ই হোক এবারের বিজয় দিবসের প্রতিজ্ঞা -মুফতী মাসুম বিল্লাহ

ফতুল্লার পঞ্চবটি বধ্যভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৬৪ 🪪

নারায়ণগঞ্জের ফতুল্লায় অবস্থিত ঐতিহাসিক পঞ্চবটি বধ্যভূমিতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেল ৩টায় নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এই কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির।

এ সময় জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, ‘পঞ্চবটি বধ্যভূমি আমাদের বেদনাবিধুর ইতিহাসের এক নীরব সাক্ষী। একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনী বীর মুক্তিযোদ্ধা, তাদের পরিবারের সদস্য, সংগঠক, সহযোগী এবং শহীদ বুদ্ধিজীবীদের দেশের বিভিন্ন স্থান থেকে ধরে এনে নির্মমভাবে হত্যা করে এখানে বুড়িগঙ্গা নদীতে ফেলে দিত। পরবর্তীতে তাদের মরদেহ এখানে ভেসে উঠত, যা অত্যন্ত হৃদয়বিদারক।’

তিনি আরও বলেন, ‘অগণিত ত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। তাই স্বাধীনতাকে কোনোভাবেই অমর্যাদা করা যাবে না। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও স্বাধীনতাকে সমুন্নত রাখতে জেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, সদস্য সচিব নুর আলম মিয়া এবং বীর মুক্তিযোদ্ধা নুর হোসেন মোল্লাসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102