বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুম্মা নাসিক ৫নং ওয়ার্ডের বিভিন্ন মসজিদে যুবদল নেতা শাহজালাল কালুর নেতৃত্বে এই দোয়া অনুষ্ঠিত হয়।
এদিন জুম্মার নামাজের পর সিদ্ধিরগঞ্জের ওমরপুর পশ্চিমপাড়া জামে মসজিদ ও আইয়ুব নগর জামে মসজিদে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। এ সময় যুবদল নেতা শাহজালাল কালু ও স্থানীয় মুসল্লিরা সাবেক প্রধানমন্ত্রীর সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।
উল্লেখ্য, ফুসফুসে সংক্রমণ (চেস্ট ইনফেকশন) জনিত কারণে গত রোববার বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।
৭9 বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার, ফুসফুস ও চোখের সমস্যাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। এর আগে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে গত ৭ জানুয়ারি তিনি লন্ডনে যান এবং সেখানে ১১৭ দিন অবস্থান শেষে গত ৬ মে দেশে ফিরে আসেন।