মঙ্গলবার ( ২১ অক্টোবর ) বিকেল চারটায় শহরের নন্দীপাড়ায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন যারা দল করবেন, তারা অবশ্যই দলের চেইন অব কমান্ড মেনে চলবেন। আর যদি কেউ চেইন অব কমান্ড না মানেন, দলের ক্ষতি করবেন না। তিনি ১৪ নম্বর ওয়ার্ডের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন বেশি কথা না বলেই বলা যায়, আওয়ামী লীগের যত কুকর্ম আছে, তা যদি একে একে বলা শুরু করা হয়, তাহলে বলেও শেষ করা যাবে না। শোনেন, আওয়ামী লীগ হলো একটি চোরের দল, সন্ত্রাসের দল, চাঁদাবাজের দল, লুটপাটের দল, গণহত্যাকারী দল। এই দল গণতন্ত্রকে হত্যা করে দেশে একনায়কতন্ত্র কায়েম করতে চেয়েছিল। এই হলো আওয়ামী লীগের প্রকৃত চেহারা!
তিনি আরও বলেন আওয়ামী লীগের শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও জয় তারা সবাই গণতন্ত্রকে হত্যা করেছে। গণতন্ত্রকে ধ্বংস করে এদেশ থেকে হাজার হাজার কোটি, বিলিয়ন টাকার সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে। তাদের নেতাকর্মীরাও একইভাবে দেশের সম্পদ লুট করে দেশকে খোকলা করে দিয়েছে। অন্যদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এই দেশের গণতন্ত্র ফিরিয়ে এনেছে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছে। বিএনপি সবসময় জনগণের পাশে থেকেছে, সাধারণ মানুষের দুঃখ-দুর্দশায় সান্ত্বনা দিয়েছে। বিএনপি সরকার বিদেশে শ্রমবাজার বিস্তৃত করেছিল, প্রবাসী আয়ের মাধ্যমে দেশের অর্থনীতি সমৃদ্ধ করেছিল।
অ্যাড. টিপু বলেন শেখ হাসিনা যেভাবে কথা বলতো, তাতে মনে হতো সে যেন দেশের জনগণের সঙ্গে ঝগড়া করছে! যেভাবে এক কাজের বুয়া রাগ করে কথা বলে, শেখ হাসিনা তেমনি করে কথা বলতো দেশের মানুষের সঙ্গে, প্রশাসনের সঙ্গে, এমনকি আন্তর্জাতিক মহলের সঙ্গেও। আর আমাদের জননেতা তারেক রহমান বিদেশের মাটিতে থেকেও এই দেশের মানুষকে ভালোবাসেন, দেশের কল্যাণে চিন্তা করেন। তিনি ভাবেন কিভাবে দেশের মানুষকে হাসি ফিরিয়ে দেয়া যায়, কিভাবে দেশকে সমৃদ্ধশালী করা যায়, কিভাবে সবাইকে একত্রিত করে জাতিকে ঐক্যবদ্ধভাবে রাষ্ট্র পরিচালনায় সম্পৃক্ত করা যায়। তারেক রহমান বিশ্বাস করেন দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে একসাথে, কাঁধে কাঁধ মিলিয়ে, এক টেবিলে বসে সিদ্ধান্ত নিতে হবে। এই ঐক্যই হবে আমাদের শক্তি, এই ঐক্যই হবে বিএনপির জয়ের ভিত্তি।
পরে শ্লোগানে শ্লোগানে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১দফা কর্মসূচির লিফলেট ও ধানের শীষের পক্ষে গণসংযোগ করে ভোট প্রার্থনা করেছেন মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে মহানগর বিএনপির ও নেতাকর্মীরা।
মহানগর ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মনির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, যুগ্ম আহ্বায়ক ফহেত মোহাম্মদ রেজা রিপন, সদস্য ডা. মজিবুর রহমান, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম জোসেফ।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, মহানগর মহিলাদলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাকিত মোস্তাকিম শিপলু, ১৪নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন ভূঁইয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল মোলল, সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন, সহ-সাংগঠনিক রিপন হাসান, কোষাধ্যক্ষ জোবায়ের আহমেদ, সদস্য তরিকুল ইসলাম হামীম, মোদ্দাসের হোসেন তানজিল, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দুলাল হোসেন, মহানগর ওলামা দলের আহ্বায়ক হাফেজ শিবলীসহ বিএনপির ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।