বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিণী, বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (২১ জুন) সকালে নগরীর ঐতিহ্যবাহী সরকারি কদম রসূল কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়।
পরিবেশবান্ধব এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব আবুল কাউছার আশা।
প্রধান অতিথির বক্তব্যে আবুল কাউছার আশা বলেন, “ডা. জুবাইদা রহমান কেবল একজন জাতীয়তাবাদী নেতার সহধর্মিণী নন, তিনি নিজ গুণে একজন কৃতি চিকিৎসক ও মহীয়সী নারী। তাঁর জন্মদিন উপলক্ষে এমন একটি মহৎ ও গঠনমূলক কর্মসূচি গ্রহণ করায় আমি মহানগর ছাত্রদলকে ধন্যবাদ জানাই। গাছ যেমন পরিবেশকে নির্মল রাখে, আমরাও তেমনি দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করে জনগণের জন্য একটি নির্মল ও নিরাপদ পরিবেশ তৈরি করতে অঙ্গীকারবদ্ধ।”
তিনি আরও বলেন, এই বৃক্ষরোপণ কর্মসূচি দেশনায়ক তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের প্রতি নেতাকর্মীদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশ।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মেহেদী হাসান খান জিসান, নারায়ণগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি সোয়েব হাওলাদার, ২৩ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি মাহফুজুর রহমান তন্ময় এবং সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন রাতুল।
এ সময় নেতৃবৃন্দ কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশ নিয়ে একে সফল করে তোলেন।