শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নিতাইগঞ্জ এলাকায় ৫ আসনের এমপি প্রার্থী সিরাজুল মামুনের গণসংযোগ সেদিন যারা আমাকে হত্যা করতে চেয়েছিল, তারা বিএনপির কেউ নয়: এড. টিপু এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ জিয়া পরিবারকে নিয়ে কটুক্তি এদেশের জনগণ মেনে নিবে না-আতাউর রহমান না’গঞ্জ-৪ আসনে রিকশা প্রতীকে মনোনয়ন পেলেন হাফেজ মাওলানা আবু সাঈদ সিদ্ধিরগঞ্জ বিহারি ক্যাম্পে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্তদের মাঝে জামায়াতের আর্থিক অনুদান প্রদান জুলাই দিবস উপলক্ষে শহীদদের স্মরনে না’গঞ্জ ডক্টরস ফোরামের দোয়া অনুষ্ঠিত সাংবাদিক জুয়েল রানার পিতার ইন্তেকাল, দাফন সম্পন্ন  তারেক রহমানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে বন্দরে যুবদল নেতা হুমায়ুন কবিরের নেতৃত্বে বিক্ষোভ শহীদদের আত্মত্যাগ বুকে ধারণ করার আহ্বান জেলা প্রশাসকের

প্রয়োজন হলে রাজপথে রক্ত ঝরাতেও প্রস্তুত আছি : এড. টিপু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১০৩ 🪪

জনপ্রতিনিধি হতে চাই না, কিন্তু পৃথিবীতে যতদিন জিয়া পরিবারের নাম টিকে থাকবে, ততদিন তাদের নাম ইতিহাস থেকে কেউ মুছে ফেলতে পারবে না। তার জন্য প্রয়োজন হলে রাজপথে রক্ত ঝরাতেও প্রস্তুত আছি।”

শনিবার (২১ জুন) দুপুরে নারায়ণগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।

মহানগর বিএনপির আওতাধীন ধামগড় ইউনিয়ন বিএনপির উদ্যোগে ধামগড় ইউনিয়নের আমুর বটতলায় এই দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে এড. টিপু বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে মাঠের কর্মীদের মূল্যায়ন করতেন, ঠিক একই ভাবে আমাদের রাজনৈতিক অভিভাবক তারেক রহমানও মাঠের কর্মীদের মূল্যায়ন করবেন।”

তিনি আরও বলেন, “বিগত ১৬ বছরে অনেক সাবেক এমপি, শিল্পপতি ও ব্যবসায়ীকে আপনারা কাছে পাননি। কিন্তু এই দুঃসময়ে আপনারা এই সাখাওয়াত ও টিপুকে আপনাদের পাশে পেয়েছেন। গত ১৬টি বছর আওয়ামী সন্ত্রাসী এবং প্রশাসন বিভিন্ন জুলুম-নির্যাতন করেও আমাদের দেশের মানুষের জন্য ও দলের জন্য আন্দোলন-সংগ্রাম থেকে বিরত রাখতে পারেনি। আমরা কারো রক্তচক্ষু পরোয়া না করে শহর-বন্দরের বিভিন্ন এলাকায় দলীয় কর্মসূচি নিয়ে দাপিয়ে বেরিয়েছি।”

টিপু দৃঢ়তার সাথে বলেন, “বাংলাদেশের ইতিহাস থেকে জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়ার নাম মুছে ফেলা যাবে না। দেশের মানুষের জন্য তারা যে পরিমাণ জুলুম-নির্যাতন সহ্য করেছেন, তা অবিস্মরণীয়। পৃথিবী যত দিন আছে, জিয়া পরিবারের নামও ততদিন থাকবে।”

ধামগড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মহসিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহিন আহমেদ, হুমায়ূন কবির; বন্দর থানা বিএনপির সাবেক আহ্বায়ক নুর মোহাম্মদ পনেজ, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান রিপন; নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলমগীর খান চঞ্চল; বন্দর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন; বন্দর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তাওলাদ মাহমুদ; বন্দর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোশারফ হোসেন; মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য অদুদ ভূঁইয়া সাগর, সম্রাট হাসান সুজন; ধামগড় ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলমগীর হোসেন এবং বিভিন্ন ইউনিয়ন ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102