উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতের আমীর ও ৪ আসনের সাংসদ প্রার্থী মাওলানা আবদুল জব্বার, নির্বাচনী সাব-কমিটির কার্যাবলী এবং দায়িত্ব-কর্তব্য নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেন, মানুষের জন্য কাজ করতে হবে নি:স্বার্থ ভাবে, এবাদত মনে করে মানুষের সমস্যা সমাধানে সবার আগে এগিয়ে যেতে হবে। নিজ নিজ বিভাগের সদস্যদেরকে আন্তরিক ও নিষ্ঠা সহকারে।
আল্লাহর সাহায্য, মানুষের ভালোবাসা পেলে বিজয় আমাদের ই হবে ইনশাআল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি জামাল হোসাইন, কর্মপরিষদ সদস্য জাকির হোসাইন প্রচার সম্পাদক হাফেজ আব্দুল মোমিন, এন ডি এফ সভাপতি ডাক্তার আলী আশ্রাফ সহ মহানগরীর বিভিন্ন বিভাগীয় সাব কমিটির সদস্য বৃন্দ।