বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে এনসিপি’র উপর হামলার প্রতিবাদে সাইনবোর্ড এলাকায় মহাসড়ক অবরোধ গাছ শুধু রোপন করলেই হবে না এটিকে পরিচর্যা করে বাঁচিয়ে রাখতে হবে – মাওলানা আবদুল জব্বার সিদ্ধিরগঞ্জে সৎ মাকে হত্যার ২৪ ঘন্টার মধ্যে দুই ছেলকে গ্রেপ্তার করলো র‍্যাব বিগত ছয় মাসে না’গঞ্জের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ তুলে ধরলেন ডিসি দুই শহীদ পরিবারের খোজঁ নিলেন জামায়াত নেতা মাওলানা আবদুল জব্বার ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগে মোবাইল কোর্ট অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা যারা কটুক্তি করেন তারা সাবধান হয়ে যান : এড.টিপু কাশীপুরে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আবদুল জব্বারের গণসংযোগ ইউএনও এর উদ্যোগে নবজাতকের নামে বৃক্ষরোপণ বন্দর ২৬ নং ওয়ার্ডে খেলাফত মজলিসের কমিটি গঠন

আওয়ামী ফ্যাসিবাদের দোসর’ যেন দলে অনুপ্রবেশ করতে না পারে : মামুন মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৬৬ 🪪

বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও পুরোনো সদস্যপদ নবায়ন কর্মসূচিতে দলের নেতাকর্মীদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, অর্থ বা যেকোনো প্রলোভনের বিনিময়ে ‘আওয়ামী ফ্যাসিবাদের দোসর’ যেন দলে অনুপ্রবেশ করতে না পারে, সে ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

শনিবার সোনারগাঁও উপজেলা বিএনপি আয়োজিত ‘প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ ফরম বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কঠোর বার্তা দেন।

অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “বিএনপি একটি ত্যাগ, আদর্শ ও সংগ্রামের দল। এই দলের নেতাকর্মীরা দুঃশাসনের সময়েও বুক চিতিয়ে সংগ্রাম করেছে। তাই সদস্য সংগ্রহ কার্যক্রমে যেন আওয়ামী ফ্যাসিবাদের কোনো দোসর অনুপ্রবেশ করতে না পারে, সে বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে।”

আর্থিক প্রলোভনের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, “আজকের এই সদস্য ফরমের মূল্য মাত্র ২০ টাকা। কিন্তু দলের আদর্শ নষ্ট করতে কিছু ব্যক্তি আপনাদের লক্ষ লক্ষ টাকার অফার দিতে পারে। যদি আমরা এই লোভে পড়ে তাদের সদস্য বানাই, তাহলে আমাদের বিগত দিনের ত্যাগ, রক্ত ও নির্যাতন ব্যর্থ হয়ে যাবে।”

দলের তৃণমূল পর্যায়ে শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর জোর দিয়ে জেলা বিএনপির এই শীর্ষ নেতা হুঁশিয়ারি দেন, “যদি কোনো ইউনিয়ন, ওয়ার্ড বা থানা পর্যায়ে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তাহলে সংশ্লিষ্ট সভাপতি ও সাধারণ সম্পাদককে এর জন্য জবাবদিহি করতে হবে। কোনোভাবেই আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের বিএনপিতে প্রবেশ করতে দেওয়া যাবে না।”

তিনি আরও বলেন, “রাজনীতির বাজারে যারা টাকার লোভে আদর্শ বিক্রি করে, তাদের জন্য বিএনপিতে কোনো জায়গা নেই। দলের প্রতি দায়বদ্ধতা ও আস্থার প্রমাণ দিতে হবে। সঠিকভাবে যাচাই-বাছাই করে আদর্শবান, ত্যাগী ও দলমুখী ব্যক্তিকেই সদস্য করতে হবে।”

সোনারগাঁও উপজেলা বিএনপির এই আয়োজনে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন। অধ্যাপক মামুন মাহমুদের স্পষ্ট ও দৃঢ় বক্তব্যে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা ও দায়িত্ববোধের সঞ্চার হয়।

বক্তব্যের শেষে তিনি সদস্য সংগ্রহ অভিযানের মূল লক্ষ্য তুলে ধরে বলেন, “বিএনপির পতাকা যারা আগামীতে বহন করবেন, তারা যেন দলীয় আদর্শে বিশ্বাসী, সংগ্রামী ও জনগণের প্রকৃত প্রতিনিধি হন—এটাই আমাদের মূল লক্ষ্য।”

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102