ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্র ঘোষিত আগামী ২৮ জুন ২০২৫, শনিবার, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য মহাসমাবেশ সফল করার লক্ষ্যে আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ১নং রেল গেট সংলগ্ন সোনালী ভবন-২ আই.এ.বি মিলনায়তনে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে প্রস্তুতি সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মুফতি হাবিবুল্লাহ হাবিব।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মুফতি মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর সাধারণ সম্পাদক মুহাম্মদ সুলতান মাহমুদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মুফতি মাসুম বিল্লাহ বলেন, “আগামী ২৮ জুনের মহাসমাবেশে নারায়ণগঞ্জ থেকে ৫০ হাজার লোক অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। সারা দেশ থেকে আগত সকল নেতা-কর্মীদের নিয়ে আমরা একটি মহাপ্রলয়ের সৃষ্টি করব, যা ইতিহাস হয়ে থাকবে।”
অনুষ্ঠানের শেষ পর্বে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে দেশের শান্তি, মুসলিম উম্মাহর ঐক্য এবং মহাসমাবেশের সফলতা কামনা করা হয়।