প্রতিকূল আবহাওয়া ও প্রচণ্ড বর্ষণকে উপেক্ষা করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালন করেছে নারায়ণগঞ্জ ফতুল্লা থানা বিএনপি। মঙ্গলবার বিকেলে থানা বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত এক কর্মসূচিতে দোয়া মাহফিল ও দুঃস্থদের মাঝে তোবারক বিতরণ করা হয়। শহীদ নেতার প্রতি শ্রদ্ধা জানাতে আবহাওয়ার মধ্যেও বিপুল সংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে যোগ দেন।
তুমুল বৃষ্টির কারণে কর্মসূচি আয়োজন নিয়ে সংশয় থাকলেও নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও দৃঢ় মনোবল আয়োজকদের মুগ্ধ করে। এ প্রসঙ্গে প্রধান বক্তা, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব বলেন, “ভেবেছিলাম বৃষ্টিতে হয়তো কর্মসূচি স্থগিত করতে হবে। কিন্তু নেতাকর্মীদের উৎসাহ দেখে স্পষ্ট বোঝা যায়, তারা কেবল রাজনৈতিক দায়িত্ব পালন করতে আসেননি, বরং তাদের অন্তরের অন্তঃস্থল থেকে শহীদ জিয়ার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানাতেই এসেছেন। যত বাধাই আসুক, আমরা শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে রাজপথে অবিচল থাকব।”
অনুষ্ঠানের প্রধান অতিথি, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, “বর্তমান দুঃশাসনের বিরুদ্ধে চলমান আন্দোলনে শহীদ জিয়ার আদর্শই আমাদের প্রধান প্রেরণা। সরকার বিএনপিকে দমন-পীড়নের মাধ্যমে স্তব্ধ করতে চায়, কিন্তু জনগণের হৃদয় থেকে শহীদ জিয়ার নাম মুছে ফেলা অসম্ভব।” তিনি আরও যোগ করেন, “গণতন্ত্রের রক্ষক হিসেবে শহীদ জিয়ার অবদান অনস্বীকার্য। দুর্নীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং গণতন্ত্র হরণের বিরুদ্ধে আজকের সংগ্রামে তাঁর আদর্শকে পাথেয় করেই আমরা বিজয়ী হব।”
নেতাকর্মীদের মতে, এই কর্মসূচি কেবল একটি আনুষ্ঠানিকতা ছিল না, বরং এটি ছিল দলের সাংগঠনিক শক্তি ও আদর্শিক প্রতিশ্রুতির এক জোরালো বহিঃপ্রকাশ। প্রচণ্ড প্রাকৃতিক দুর্যোগের মাঝেও এমন আয়োজন প্রমাণ করে, যেকোনো পরিস্থিতিতেই বিএনপি তার আদর্শকে সমুন্নত রাখতে বদ্ধপরিকর।
কর্মসূচির শুরুতে শহীদ জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক সাদেক হোসেন, ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক খন্দকার মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক হাসান আলী, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব বিল্লাল হোসেন, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট এস.এম মাহমুদুল হক আলমগীর, ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক হাজী মাসুদুর রহমান মাসুদ, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক রাসেল মাহাম্মদসহ ফতুল্লা থানা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।