নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন একটি বিশাল ময়লার ভাগাড় ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সেখানে একটি পরিবেশবান্ধব পর্যটন কেন্দ্র গড়ার প্রশংসনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। “গ্রীন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির আওতায় আজ (১৬ জুন) বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মারিখালি ব্রিজ সংলগ্ন ইউলুপ এলাকায় এই প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়।
নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা-এর সার্বিক দিকনির্দেশনায় এবং সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমানের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান ও প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়। পিরোজপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে এই কর্মসূচিতে দীর্ঘদিন ধরে মহাসড়কের পাশে অবৈধভাবে দখল করে রাখা পরিত্যক্ত প্লাস্টিক বাছাইয়ের কারখানা ও ময়লার ভাগাড় সম্পূর্ণরূপে উচ্ছেদ করা হয়।
প্রকল্পের উদ্বোধনী ধাপে, পুরো এলাকা পরিষ্কার করে আবর্জনা অপসারণের কাজ শুরু হয়েছে, যার লক্ষ্য একটি পরিচ্ছন্ন ও মনোরম পরিবেশ তৈরি করা। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, পর্যায়ক্রমে এখানকার খালের নাব্যতা ফিরিয়ে আনা, পিরোজপুর ইউনিয়ন পরিষদ চত্বরের সৌন্দর্য্যবর্ধন এবং এলাকাবাসীর সুস্থ বিনোদনের জন্য একটি আকর্ষণীয় মিনি পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে। এর অংশ হিসেবে উচ্ছেদকৃত পরিত্যক্ত জমিতে রোপণ করা হবে বিভিন্ন প্রজাতির ফুল, যা দিয়ে তৈরি হবে একটি মনোমুগ্ধকর ফুলের বাগান।
এই মহতী উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারগাঁয়ের সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ, কাঁচপুর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সেগুফতা মেহনাজ, পিরোজপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান, ইউপি সচিব মফিজুর রহমান, পরিবেশবাদী সংগঠন বিডি ক্লিনের সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়রা জানান, এই ময়লার ভাগাড়ের কারণে দীর্ঘদিন ধরে পরিবেশ দূষণের পাশাপাশি মহাসড়কের সৌন্দর্য নষ্ট হচ্ছিল। সরকারের এই উদ্যোগে দূষণের হাত থেকে মুক্তি পাওয়ার পাশাপাশি একটি সুন্দর বিনোদন কেন্দ্র গড়ে উঠবে বলে তারা আশাবাদী।