সোমবার (১৬ জুন) জাতীয় যুবশক্তি’র নারায়ণগঞ্জ জেলা শাখার এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা দেশের নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠায় যুবশক্তির ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং সংগঠনের যেকোনো কর্মীকে রাজনৈতিক মাঠে প্রতিহত করা হলে ঐক্যবদ্ধভাবে কঠোর প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেন।
জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নিরব রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও শৃঙ্খলা উপকমিটির প্রধান আব্দুল্লাহ আল আমিন। তিনি বলেন, “জাতীয় যুবশক্তি জাতীয় নাগরিক পার্টির সবচেয়ে বড় শক্তি। জাতীয় যুবশক্তির হাত ধরেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের পথে আমরা বাংলাদেশে সর্বোচ্চ ভূমিকা রাখবো।”
সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “আমরা একে অন্যের সহযোগিতায় দুর্বার গতিতে এগিয়ে যাবো। রাজনীতির মাঠে আমাদের কোনো সহযোদ্ধাকে যদি কেউ প্রতিহত করতে চায়, আমরা সবাই মিলে কঠিন প্রতিরোধ গড়ে তুলবো, যেন দ্বিতীয়বার এমন দুঃসাহস কেউ না দেখাতে পারে।”
সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমুদ, সিনিয়র সংগঠক ইয়াছিন আরাফাত, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক শওকত আলী এবং কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনু।
শুভেচ্ছা বক্তব্যে জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক সাইফুল ইসলাম রোমান বলেন, “এই সমন্বয় সভা নারায়ণগঞ্জে জাতীয় যুবশক্তিকে দ্রুততম সময়ে সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সভায় নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সকল উপজেলার সমন্বয়কারী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের স্থানীয় নেতৃবৃন্দের কাছ থেকে সংগঠনকে এগিয়ে নেওয়ার জন্য পরামর্শ গ্রহণ করা হয়।