নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাড়া মোড় ও মীর জুমলা রোড এলাকায় যানজট নিরসন এবং জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে এক বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা-এর সদয় নির্দেশনায় আজ (১৬ জুন) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে রাস্তা ও ফুটপাতের উপর অবৈধভাবে গড়ে ওঠা সবজি বাজার ও বিভিন্ন অস্থায়ী দোকানপাট উচ্ছেদ করা হয়। বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তারিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এই মোবাইল কোর্টের মাধ্যমে রাস্তার দুই পাশ থেকে সকল অবৈধ দখলদারদের সরিয়ে দেওয়া হয়, যার ফলে পথচারীদের চলাচলের পথ সুগম হয় এবং সড়কে স্বাভাবিক গতি ফিরে আসে।
অভিযান চলাকালে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ এর আওতায় আইন অমান্য করায় ০৬টি পৃথক মামলায় অবৈধ দখলদারদের সর্বমোট ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।
জেলা প্রশাসনের এই আকস্মিক অভিযানে স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করেন এবং সন্তোষ প্রকাশ করেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নগরীর শৃঙ্খলা রক্ষা এবং যানজটমুক্ত পরিবেশ নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।