এ ঘটনায় ভুক্তভোগী জয়নাল আবেদিন বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন,সোনারগাঁ উপজেলার মমরকপুর এলাকায় এস. এ- ৫৭, আর. এস ৬৫ জমির সোনারগাঁ থানাধীন মামরকপুর মৌজাস্থিত ২ শতাংশ জমি আঃ কাদেরের কাছ থেকে ক্রয় করেন।
অন্যান্য বিবাদীরা হলেন জুয়েল (২৪) পিতা- কাদের ৩। তুহিন (২২) পিতা- আঃ কাদের সর্বসাং- মামরকপুর, বৈদ্যার বাজার থানা- সোনারগা, জেলা-নারায়ণগঞ্জ-গন সহ অজ্ঞাতনামা ৪/৫ জন। বিগত ৮ বছর হয় উক্ত সম্পত্তি ক্রয় করা হলেও বিবাদী মোঃ আঃ কাদের কে আমার ক্রয়কৃত সম্পত্তি আমাকে বুজাইয়া দিতে বললে বিবাদী মোঃ আঃ কাদের সহ ২ ও ৩ নং বিবাদী আমাকে আমার জমি বুঝাইয়া না দিয়ে নানান তালবাহানা করিয়া আসিতেছে ।
উল্লেখিত বিবাদীগন দীর্ঘদিন যাবৎ আমাদের ক্রয়কৃত উক্ত সম্পত্তি দখল না বুঝাইয়া অবৈধভাবে নিজে দখলের পায়তারা করিয়া আসিতেছে। গত ইং ০৬/০৬/২০১৫ ইং তারিখ সকাল অনুমান
০৮. ৩০ ঘটিকার সময় আমি বিবাদী ১। মোঃ কাদের কে আমার ক্রয়কৃত সম্পত্তি বুঝাইয়া দিতে বলিলে উল্লেখিত বিবাদী ১। মোঃ কাদের সহ ২ ও ৩ নং বিবাদী সহ অজ্ঞাতনামা ৪/৫ জন বিবাদী
আমাদের উক্ত সম্পত্তিতে লাঠি-সোটা ইত্যাদি দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হইয়া সোনারগাঁ থানাধীন মামরকপুর সাকিনস্থ আমার নিজ বাড়িতে প্রবেশ করে অসৎ উদ্দেশ্যে আমার ক্রয়কৃত ২ শতাংশ
জায়গায় টিনের ঘর নির্মাণ করিতেছে । আমি বিবাদী ১। মোঃ কাদের কে বাধা দিলে বিবাদীগন আমাকে মেরে ফেলার হুমকি দেয় । আমি ও আমার আত্মীয় বাধা দিলে আমাদেরকে মারধর করে আমাদের ৭ জনকে পিটিয়ে আহত করে। বিবাদী ২। জুয়েল বলে যে আমাদের উক্ত সম্পত্তি অবৈধভাবে দখল করে নিবে যদি কেউ বাঁধা দেয় বিবাদীরা আমাকে খুন করিয়া ফেলিবে বলিয়া হুমকি দিয়ে আমার জমিতে বাড়ী নির্মাণ করিতেছে।
এমতাবস্থায় উক্ত ভূমিদস্যুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।