সোমবার, ১৬ জুন ২০২৫, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সহযোদ্ধাদের প্রতিহত করলে কঠিন প্রতিরোধ গড়া হবে : আব্দুল্লাহ আল আমিন না’গঞ্জে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান, ১০ হাজার টাকা জরিমানা করোনা-ডেঙ্গু উদ্বেগ: এইচএসসি পরীক্ষায় মাস্ক-স্যানিটাইজার বাধ্যতামূলক সোনারগাঁয়ে মোগরাপাড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষনা মাসুদ রানা বাবুর শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় জামায়াত কার্যকরী ভূমিকা পালন করবে- মাওলানা আবদুল জব্বার ৩৭ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন সোনারগাঁ উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত অতিরিক্ত পুলিশ সুপার পরিচয়ে বিয়ে ও প্রতারণা, রূপগঞ্জে ভুয়া কর্মকর্তা গ্রেপ্তার না’গঞ্জে অবৈধ ব্যানার- ফেস্টুন অপসারণে জেলা প্রশাসনের বিশেষ অভিযান আড়াইহাজার জামায়াতে ইসলামীর গণসংযোগে সন্ত্রাসী কর্তৃক হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মহানগরী জামায়াত নেতৃবৃন্দ। সন্ত্রাসী যেই দলেরই হউক তাদেরকে দ্রুত গ্রেফতার করতে হবে নাহলে পরিস্থিতি ভয়াবহ হবে- মাওলানা আবদুুল জব্বার

ভ্রাতৃত্বের বন্ধনে নারায়ণগঞ্জে বাসদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ৭৫ 🪪

উৎসবের আমেজ ও পারস্পরিক সৌহার্দ্যের মধ্য দিয়ে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ জুন) শহরের ২নং রেলগেট সংলগ্ন দলের জেলা কার্যালয়ে এই আয়োজন করা হয়। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও ঈদুল আজহার ছুটির তৃতীয় দিনে নেতাকর্মীদের জন্য এই মিলনমেলার আয়োজন করে সংগঠনটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসদের কেন্দ্রীয় উপদেষ্টা, বর্ষীয়ান বামপন্থী নেতা কমরেড খালেকুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে যোগ দেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশিদ ফিরোজ।

দিনব্যাপী এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল, যেসব নেতাকর্মী পারিবারিক বা অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে ঈদে নিজ গ্রামের বাড়িতে যেতে পারেননি, তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়া। এই উদ্যোগের মাধ্যমে তাদের জন্য একবেলা উন্নত মানের খাবারের পাশাপাশি ভ্রাতৃত্ব ও সংহতির এক উষ্ণ পরিবেশ তৈরি করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে কমরেড খালেকুজ্জামান বলেন, “উৎসব সকলের জন্য। কিন্তু আমাদের সমাজে অনেকেই নানা কারণে উৎসবের আনন্দ থেকে বঞ্চিত হন। বাসদ চায় শোষণহীন সমাজ বিনির্মাণের পাশাপাশি কর্মীদের মধ্যে মানবিক ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে। এই আয়োজন সেই চেতনারই প্রতিফলন।”

কমরেড বজলুর রশিদ ফিরোজ বলেন, “ঈদ পুনর্মিলনী শুধু একটি ভোজের আয়োজন নয়, এটি আমাদের আদর্শিক পরিবারের সদস্যদের একত্রিত হওয়ার একটি উপলক্ষ। এখান থেকে আমরা পারস্পরিক শক্তি ও প্রেরণা সঞ্চয় করে আগামী দিনের আন্দোলন-সংগ্রামের জন্য নিজেদের পুনর্গঠিত করি।”

অনুষ্ঠানে নারায়ণগঞ্জের বিভিন্ন প্রগতিশীল রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বাসদের বিভিন্ন অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরাও অংশ নেন। অংশগ্রহণকারীরা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং রাজনৈতিক আলোচনার পাশাপাশি সৌহার্দ্যপূর্ণ আলাপচারিতায় মেতে ওঠেন।

এই পুনর্মিলনী কেবল কর্মীদের মনোবলই বাড়ায়নি, বরং পারস্পরিক সম্পর্ককে আরও মজবুত করে একটি ঐক্যবদ্ধ আন্দোলনের চেতনাকে নতুন করে জাগ্রত করেছে বলে মনে করছেন আয়োজকরা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102