বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় যুব শক্তি নারায়ণগঞ্জ জেলা সংগঠক ফাহিম খন্দকার অনিকের পক্ষ থেকে এবং দেশের আপামর তরুণ প্রজন্মের পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ ।
এক শুভেচ্ছা বার্তায় ফাহিম খন্দকার অনিক জানান জুলাই মাসের ঘটনাপ্রবাহ আমাদের রাষ্ট্রব্যবস্থাকে নতুন করে ভাবতে বাধ্য করেছে—ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে, সেটা নির্ধারণের দ্বারপ্রান্তে আমরা দাঁড়িয়ে আছি।
এই মুহূর্তে, দেশের তরুণ প্রজন্ম শুধু দর্শক নয়—তারা এখন ইতিহাসের লেখক। আমাদের সাহস, আমাদের মূল্যবোধ, আমাদের ঐক্যই নির্ধারণ করবে আগামীর পথ।
পবিত্র ঈদুল আজহার শিক্ষা হলো ত্যাগ, সংযম ও মানবতা। এই দিনে আমরা যেন কেবল পশু নয়, আমাদের ভেতরের হিংসা, হিংস্রতা আর বিভেদের, বৈষম্যের মনোভাবকেও কোরবানি দিই।
আমরা চাই, এবারের ঈদ হোক একটি শান্তির বার্তা। আমরা চাই, নাগরিক অধিকার ও গণতান্ত্রিক চেতনায় যেন নতুন করে আলো জ্বলে। আমরা চাই, সহিংসতার নয়—সংলাপ, সহানুভূতি আর দায়িত্বশীলতার বাংলাদেশ গড়ে উঠুক।তরুণ সমাজ আজ প্রস্তুত—ভবিষ্যৎ গড়ার জন্য, অতীত থেকে শিখে সামনে এগিয়ে যাওয়ার জন্য। এই ঈদ হোক আমাদের ঐক্যের ভিত্তি। ঈদ মুবারক।