পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জ মাসদাইর কেন্দ্রীয় ঈদগাহ মাঠের প্রস্তুতিমূলক কার্যক্রম পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। শুক্রবার (৬ জুন) সন্ধ্যায় তিনি এই পরিদর্শনে যান।
আগামীকাল শনিবার (৭ই জুন) দেশব্যাপী উদযাপিত হবে মুসলিমদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। তবে সম্ভাব্য দুর্যোগপূর্ণ আবহাওয়ার কথা মাথায় রেখে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন মুসল্লিদের সুবিধার্থে মাসদাইর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বিশেষ প্যান্ডেল তৈরি করেছে, যাতে বৈরী পরিবেশেও মুসল্লিরা নির্বিঘ্নে ঈদের জামাতে অংশ নিতে পারেন।
পরিদর্শনকালে এডভোকেট টিপু পুরো ঈদগাহ মাঠের প্যান্ডেল ঘুরে দেখেন এবং সার্বিক ব্যবস্থাপনার খোঁজখবর নেন। জেলা প্রশাসনের এমন সময়োপযোগী উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, “জনগণের ধর্মীয় অনুভূতি ও সুবিধার কথা চিন্তা করে জেলা প্রশাসন যে উদ্যোগ নিয়েছে, তা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। আমরা আশা করি, নারায়ণগঞ্জবাসী যেন একটি সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে ঈদের জামাতে অংশ নিতে পারে, প্রশাসন তা শেষ মুহূর্ত পর্যন্ত নিশ্চিত করবে।”
এ সময় তার সাথে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রতি বছরই মাসদাইর কেন্দ্রীয় ঈদগাহে নারায়ণগঞ্জের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় এবং এতে হাজার হাজার মুসল্লি অংশগ্রহণ করেন।