পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন কুতুবপুর ইউনিয়ন যুবদলের ১নং সদস্য এবং তরুণ সমাজসেবক মাকসুদুল ইসলাম লিখন।
রবিবার (ঈদের আগের দিন) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি এই শুভকামনা জানান।
শুভেচ্ছা বার্তায় মাকসুদুল ইসলাম লিখন বলেন, “ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদুল আজহা আমাদের মাঝে সমাগত। এই উৎসব আমাদের ত্যাগের মহৎ আদর্শে অনুপ্রাণিত করে এবং সামাজিক ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতিকে আরও সুদৃঢ় করে। আমি নারায়ণগঞ্জবাসীসহ দেশের সকল ধর্মপ্রাণ মুসলমানকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।”
তিনি আরও বলেন, “ঈদের এই আনন্দঘন মুহূর্তে আমরা যেন আমাদের চারপাশের অসহায় ও দুস্থ মানুষদের ভুলে না যাই। আসুন, আমরা সবাই মিলেমিশে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিই এবং একটি সুন্দর ও সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনে ভূমিকা রাখি।”
একই বার্তায় মাকসুদুল ইসলাম লিখন বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী ‘গণতন্ত্রের মা’ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা করেন। তিনি বলেন, “এই পবিত্র দিনে মহান আল্লাহর দরবারে দেশনেত্রী বেগম খালেদা ও পরিপূর্ণ সুস্থতার জন্য দোয়া করছি।” এছাড়াও তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।
তিনি আশা প্রকাশ করেন, ঈদুল আজহার ত্যাগের মহিমা ধারণ করে দেশের মানুষ সব ধরনের সংকট কাটিয়ে একটি সুখী ও সমৃদ্ধশালী জীবনযাপন করবে।