নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা-এর নির্দেশনায় এবং বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সায়মা রাইয়ান-এর নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত এই অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে নারায়ণগঞ্জ বিআরটিএ।
অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর বিভিন্ন ধারায় (প্রধানত ৬৬, ৮০, ৯২(১) ও ৯৯) মোট ৭টি মামলা দায়ের করা হয়। প্রধানত হেলমেট পরিধান না করা, ড্রাইভিং লাইসেন্স, যানবাহনের রেজিস্ট্রেশন ও ট্যাক্স টোকেনের অনুপস্থিতি এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়। জরিমানা বাবদ মোট ৭,৩০০ টাকা আদায় করা হয়েছে বলে জানা গেছে।
অভিযানকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সায়মা রাইয়ান চালক, পরিবহন মালিক ও টিকিট কাউন্টার সংশ্লিষ্টদের কঠোরভাবে আইন মেনে চলার নির্দেশ দেন। তিনি বলেন, “যাত্রীসেবা যেন নিয়ম ও নিরাপত্তার মধ্যে সীমাবদ্ধ থাকে, সে বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে। ঈদযাত্রায় কোনো প্রকার অনিয়ম ও যাত্রী হয়রানি বরদাশত করা হবে না।”
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঈদযাত্রা নিরাপদ ও যানজটমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।