পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের যুগ্ম আহবায়ক ও এনায়েতনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী সুমন মাহমুদ। তিনি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের পক্ষ থেকে এই শুভেচ্ছা বার্তা জানিয়েছেন।
বুধবার ৪ জুন এক শুভেচ্ছা বার্তায় হাজী সুমন মাহমুদ বলেন, “পবিত্র ঈদুল আজহার এই আনন্দঘন মুহূর্তে আমি নারায়ণগঞ্জসহ দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ত্যাগের মহিমায় ভাস্বর এই দিনে আমরা যেন হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে পারি, সেই কামনা করি।”
তিনি আরও বলেন, “এই পবিত্র দিনে আমি বিশেষভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করছি। তাঁর দ্রুত আরোগ্য লাভে আমরা সকলেই দোয়া করি। পাশাপাশি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি, যেন তিনি সুস্থ থেকে দলকে ও দেশকে নেতৃত্ব দিতে পারেন।”
হাজী সুমন মাহমুদ আশা প্রকাশ করেন যে, ঈদুল আজহার ত্যাগের চেতনা ধারণ করে সকলে দেশ ও দশের কল্যাণে আত্মনিয়োগ করবেন এবং একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবেন। এই উৎসব সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি – এই প্রত্যাশা করেন তিনি।