শুক্রবার, ২০ জুন ২০২৫, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিচ্ছন্ন ও যানজটমুক্ত নারায়ণগঞ্জ গড়তে জেলা প্রশাসনের অভিযান সিদ্দিকুর রহমান উজ্জ্বলের মায়ের মৃত্যুতে না’গঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিবের শোক নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ রিপাবলিক পার্টি’র আত্মপ্রকাশ নদী ভাঙ্গনের কবলে শান্তিনগর কবরস্থান নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক কল্যান ফেডারেশনের নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত বন্দরে এমপি পুত্র আশার উদ্যোগে ৩১ দফা প্রচার ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন ফতুল্লায় মাদকাসক্ত ছেলেকে পিটিয়ে হত্যা: বাবা-মা গ্রেফতার তাতীঁদলের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বলের মাতৃবিয়োগে সাবেক এমপি গিয়াসউদ্দিনের শোক সোনারগাঁয়ে রতন হত্যা: ক্লুলেস মামলার আরও এক আসামি র‍্যাবের হাতে আটক জিয়া সৈনিক দল নারায়ণগঞ্জ মহানগর আহবায়ক কমিটি ঘোষনা

ফ্যাসিবাদ  নির্মূল করতে হলে নির্বাচিত  সরকারের বিকল্প নেই – সামশুজ্জামান দুদু 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৯৮ 🪪
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের  ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, স্বৈরাচার সরকারের পতনের দীর্ঘ ১০ মাস অতিক্রম হলেও দেশে এখনো একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়নি।

বুধবার (৪ঠা জুন) বেলা ১২টায় ফতুল্লার কাঠেরপুল এলাকায় নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী দলের আয়োজনে বিএনপির  প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং নেওয়াজ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য তিনি এ কথা বলেন।

শামসুজ্জামান দুদু আরও বলেন, বর্তমান সরকার সংস্কারের নামে শেখ হাসিনার মতোই উন্নয়নের ফিরিস্তি দিচ্ছে। ফ্যাসিবাদকে দাফন করতে হলে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের বিকল্প নেই। যতদিন পর্যন্ত একটি নির্বাচিত সরকার রাষ্ট্রক্ষমতায় না আসবে, ততদিন সংকট দূর হবে না।

তিনি বলেন, পাশের দেশ ভারত বাংলাদেশের বিরুদ্ধে লাগাতার অপপ্রচার চালাচ্ছে। এসব বন্ধ করতে হলে এবং ফ্যাসিবাদ নির্মূল করতে হলে নির্বাচনের কোনো বিকল্প নেই। অন্তর্বর্তীকালীন সরকার যেন ভুল পথে না যায় সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জাতীয় নির্বাচনের তারিখ দ্রুত ঘোষণা করতে হবে এবং নিজেদের ঐক্য বিনষ্ট হয় এমন কোনো পদক্ষেপ বা বক্তব্য থেকে বিরত থাকতে হবে।

এসময় নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম রতনের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ নাসির উদ্দীন জাহান সাগর এর সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে  আরও বক্তব্য রাখেন   কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সচিব মোঃ  আব্দুর রহিম, নারায়নগঞ্জ  মহানগর বিএনপির সদস্য সচিব এড, আবু আল ইউসুফ খাঁন টিপু । এছাড়াও আরও উপস্থিত ছিলেন, হোসিয়ারী সমিতির সদস্য  পারভেজ মল্লিক,   জিয়াউদ্দিন জিয়া সহ মহানগর মৎস্যজীবী দলের অনান্ন্য নেতৃবৃন্দ সহ প্রমূখ ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102