জানা গেছে, গত ২৫ মে উপদেষ্টার বরাবর পাঠানো এই আবেদনপত্রে গিয়াসউদ্দিন উল্লেখ করেছেন, এর আগেও তিনি ২০২৪ সালের ১ অক্টোবর (উল্লেখ্য, মূল আবেদনপত্রে এই তারিখ উল্লেখিত) একই বিষয়ে একটি আবেদন করেছিলেন। এবারের আবেদনে তিনি বিষয়টিকে ‘জনস্বার্থের সাথে যুক্ত’ হিসেবে চিহ্নিত করে অবিলম্বে গুরুত্বের সঙ্গে বিবেচনাপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
গিয়াসউদ্দিন তাঁর আবেদনে আরও বলেন, সময় ও চাহিদার নিরিখে এই পাঁচটি ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। ফতুল্লা অঞ্চলের ক্রমবর্ধমান শিল্পায়ন, বাণিজ্যিক প্রসার এবং দ্রুত নগরায়ণের ফলে এসব এলাকায় নাগরিক সুবিধা বৃদ্ধি ও প্রশাসনিক সমন্বয় সাধন অপরিহার্য। সিটি কর্পোরেশনের আওতায় এলে এই এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হবে এবং তারা উন্নত নাগরিক সেবা প্রাপ্তিতে উপকৃত হবেন বলে তিনি দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন।
এই গুরুত্বপূর্ণ আবেদনের সঙ্গে তাঁর পূর্বের আবেদনপত্রটিও সংযুক্ত করা হয়েছে। এছাড়া, বিষয়টির গুরুত্ব অনুধাবন করে এর অনুলিপি মন্ত্রী পরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিবগণ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং নারায়ণগঞ্জের জেলা প্রশাসক বরাবরও প্রেরণ করা হয়েছে। এর মাধ্যমে এই জনগুরুত্বপূর্ণ দাবির প্রতি সংশ্লিষ্ট সকল ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হয়েছে।
ফতুল্লা অঞ্চলের বাসিন্দাদের দীর্ঘদিনের এই দাবি বাস্তবায়িত হলে এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং প্রশাসনিক জটিলতা হ্রাস পাবে বলে মনে করছেন স্থানীয়রা।