মঙ্গলবার (৩ জুন) দুপুরে সিদ্ধিরগঞ্জের ঢাকেশ্বরী এলাকার অস্থায়ী পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই হুঁশিয়ারি দেন।
লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেন বলেন, “কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে সম্প্রতি কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় তা র্যাবের নজরে এসেছে। এই পরিপ্রেক্ষিতে র্যাব ও পুলিশ ইতোমধ্যে কিছু কিছু স্থানে অভিযান চালিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থাও গ্রহণ করেছে।”
তিনি আরও বলেন, “ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে র্যাব আরও তৎপর থাকবে। হাটগুলোতে চাঁদাবাজি প্রতিরোধ এবং ক্রেতা-বিক্রেতাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র্যাবের কার্যক্রম জোরদার করা হয়েছে এবং তা অব্যাহত থাকবে।”
র্যাব-১১ অধিনায়কের এই পরিদর্শনের সময় তার সাথে র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। কোরবানির পশুর নিরাপদ পরিবহন ও হাটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে তিনি আশ্বস্ত করেন।