পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জসহ দেশ-বিদেশের সকল মুসলিম উম্মাহ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতা-কর্মীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
মঙ্গলবার ৩ জুন এক শুভেচ্ছা বার্তায় তিনি এই অভিনন্দন জানান। বার্তায় অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগ, ধৈর্য ও ঐক্যের বার্তা দেয়। এই উৎসবের মহিমায় উদ্ভাসিত হয়ে উঠুক সকলের জীবন।”
তিনি আরও বলেন, “এই পবিত্র দিনে আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করছি। পাশাপাশি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।”
অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান দেশ ও জাতির মঙ্গল কামনা করে বলেন, “ঈদের এই আনন্দঘন মুহূর্তে আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে দেশ ও মানুষের কল্যাণে আত্মনিয়োগ করি। সকলের জীবনে বয়ে আসুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।”
তিনি ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দলের জন্য কাজ করতে দলের সকল স্তরের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।