এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেন এবং দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ যৌথভাবে এই কমিটির অনুমোদনপত্রে স্বাক্ষর করেন। দলটির অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্তের কথা সর্বসাধারণকে জানানো হয়েছে।
ঘোষিত এই কমিটিতে প্রধান ও যুগ্ম সমন্বয়কারীর পাশাপাশি আরও ২৯ জন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে, সদস্যদের তালিকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন নেতাও স্থান পেয়েছেন, যা কমিটি গঠনে একটি নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করা হচ্ছে।
কমিটির ২৯ জন সদস্য হলেন:
জোবায়ের হোসেন, তানজিমুল ইসলাম (তানজিম), মো. জাবেদ আলম, আব্দুর রহমান গাফফারি, মোসা. সোনিয়া আক্তার (লুবনা), আমিনুল ইসলাম, মোস্তফা খন্দকার, রিনা আক্তার, মো. সোহেল খান সিদ্দিক, সাকিব চৌধুরী, মো. তৌফিকুল ইসলাম, ফজলে রাব্বি, সাব্বির আহমেদ জাহিদ, রাইসুল ইসলাম, ফারদিন শেখ, ইমাদুদ্দিন, মতিউর রহমান, মো. তরিকুল ইসলাম, মো. সবুজ, মো. হাবিবুর রহমান মোল্লা, রাফসান জানী বোখারী, জুনায়েদ হোসেন প্রিতম, মো. মিজানুর রহমান, রাহুল চৌধুরী, রাজেন্দ্র কুমার দাস, মো. ইউসুফ হোসাইন, শাকিল সাইফুল্লাহ, আবুল খায়ের এবং আশিকুর রহমান চৌধুরী অভি।
এই নতুন কমিটি নারায়ণগঞ্জে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংহত করবে বলে আশা প্রকাশ করেছেন দলের শীর্ষ নেতারা। স্থানীয় পর্যায়ে দলের নীতি ও আদর্শ প্রচারে এবং জনসম্পৃক্ততা বাড়াতে এই সমন্বয় কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।