বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব এম. সোলায়মানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আনু মোহাম্মদ ও ফতেহ মোহাম্মদ রেজা রিপন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপি’র সভাপতি মাসুদ রানা। এছাড়াও বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস এসোসিয়েশনের সহ-সভাপতি মোঃ মাহফুজুর রহমান খান মাহফুজ, মোঃ মজিবুর রহমান, সনজিত রায় এবং কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ আলহাজ্ব মোঃ মজিবুর রহমান, মোঃ আকবর হোসেন, মো: তাইজ উদ্দিন আহাম্মদ, মোঃ আব্দুল্লাহ আল হোসেন বাপ্পি, মোহাম্মদ মুসা, মোঃ জোবায়ের আলম ঝলক, মোহাম্মদ মাহমুদুল রহমান লিংকন সহ এসোসিয়েশনের অন্যান্য সদস্য ও বিএনপি’র বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অনুষ্ঠানে যোগ দেন।
মিলাদ ও দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি, বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘তারুণ্যের অহংকার’ তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালিত হয়।
অনুষ্ঠান শেষে দুঃস্থ ও সাধারণ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়, যা এই মহতী উদ্যোগকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।