শুক্রবার, ১৩ জুন ২০২৫, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামই একমাত্র বৈষম্যমুক্ত সমাজ গড়তে পারে – মাওলানা মঈনুদ্দিন আহমাদ না’গঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে এনসিপির উদ্বেগ, কঠোর পদক্ষেপের দাবি কেন্দ্রীয় কার্যালয় থেকে সদস্য ফরম গ্রহণ করেছেন না’গঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড.টিপু আড়াইহাজারে বিয়েবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে দুই মাদ্রাসা ছাত্রীর মর্মান্তিক মৃত্যু রূপগঞ্জে ছাত্রলীগ নেতাকে ‘ছাড়াতে গিয়ে’ সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবদল নেতার ভাইয়ের মৃত্যু ছাত্রলীগ নেতাকে বাঁচাতে গুলি: বিতর্কের জেরে ছাত্রদল থেকে স্থায়ী বহিষ্কার বাবু শহরের কিল্লারপুলে ঝোপ থেকে মাথায় আঘাতসহ অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার জামায়াত নেতার বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ডিএনডি এলাকায় জলাবদ্ধতা নিরসনে খাল খনন ও পরিষ্কারের দাবি এলাকাবাসীর বন্দরে শীর্ষ মাদক কারবারির বাড়িতে হানা, মাদক-অস্ত্রসহ মেয়ে ও ভাতিজা আটক

বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের অধিকারের জন্য সংগ্রাম করেছে: মামুন মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ৫৫ 🪪

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, বিএনপি ক্ষমতার জন্য নয়, বরং জনগণের অধিকার, বিশেষ করে ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে। দলটি সর্বদা জনগণের শক্তিতে বিশ্বাসী।

সোমবার (২ জুন) দুপুরে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি ৯নং ওয়ার্ড বিএনপি আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা, দোয়া ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “বিএনপি জনগণের দল। বিএনপি সব সময় জনগণের ক্ষমতায় বিশ্বাস করে। এর জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আমরা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য কিন্তু আন্দোলন সংগ্রাম করি নাই। আমাদের নেতাকর্মীরা যে আন্দোলন সংগ্রাম করেছে, কেউ কিন্তু এমপি, মন্ত্রী হওয়ার জন্য বা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য করেনি। আমরা আন্দোলন সংগ্রাম করেছি জনগণের অধিকারের জন্য।”

গত ১৫ বছরে অনুষ্ঠিত নির্বাচনগুলোতে জনগণ শান্তিতে ও নির্ভয়ে ভোটকেন্দ্রে যেতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, “জনগণের ভোট দেওয়ার অধিকার ছিল না। অনেকেই কেন্দ্রে যাননি, কারণ ভোট দেওয়ার আগেই ভোট হয়ে গেছে। হাসিনা যাকে বলে দিছে সেই এমপি হয়ে গেছে, হাসিনা যাকে বলেছে সেই মেয়র হয়ে গেছে, ভোটের কোনো প্রয়োজন হয় নাই।”

তিনি আরও বলেন, “কিন্তু বিএনপি নেতাকর্মীরা তারেক রহমানের নির্দেশে আপনাদের ভোটের অধিকার আদায়ের জন্য রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে। আমরা জীবন দিয়েছি, আমাদের অনেক নেতাকর্মী মৃত্যুবরণ করেছে, জেল খেটেছে। এখন আপনাদের ক্ষমতা আপনাদের হাতে ফিরে এসেছে। আশা করছি আপনারা এখন নির্ভয়ে, স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পাবেন। আপনাদের যাকে ভালো লাগে তাকে ভোট দিবেন।”

সিদ্ধিরগঞ্জের জালকুড়ি ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল প্রধানের সভাপতিত্বে এবং যুগ্ম-সম্পাদক নুর হোসেন ও জাহাঙ্গীর আলম প্রধানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য অকিল উদ্দিন ভূইয়া, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মাসুদুর রহমান মাসুদ, ৯নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মিন্না, হারুন মাস্টার, নাসিক ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইসরাফিল প্রধান, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক যুগ্ম-সম্পাদক মনিরুজ্জামান পিন্টু, ৭নং ওয়ার্ড যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মিয়া, রাকিব প্রধান, মহারাজ ও আলী আজম প্রমূখ।

অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102